এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের পদকের সেঞ্চুরির তালিকা…Image Credit source: Twitter
হানঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অতীতের সব রেকর্ড ভেঙে গেল হানঝাউতে। এ বার দেশবাসীর প্রত্যাশা ছিল হানঝাউ থেকে ১০০ পদক পাবেন ভারতীয় অ্যাথলিটরা। হতাশ করলেন না টিম ইন্ডিয়ার অ্যাথলিটরা। ১৯তম এশিয়ান গেমসে মোট ৪১টি ইভেন্টে অংশ নিয়েছেন ভারতের অ্যাথলিটরা। ভারত থেকে হানঝাউতে গিয়েছিলেন মোট ৬৬১জন অ্যাথলিট। তার মধ্যে পুরুষ অ্যাথলিট ৩৩৫ জন এবং মহিলা অ্যাথলিট ৩২৬ জন। এশিয়ান গেমসের ১৩তম দিনে ভারতের ১০০ পদকের স্বপ্নপূরণ হয়েছে। আর এই ১০০তম পদক এসেছে ভারতের মহিলা কবাডি টিমের হাত ধরে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের পদকের সেঞ্চুরির তালিকা…।
১৯তম এশিয়ান গেমসে ভারতের পদকের সেঞ্চুরির তালিকা (কোন ইভেন্ট থেকে এসেছে কতগুলি পদক) —
- শুটিং— ৭টা সোনা, ৯টা রুপো, ৬টা ব্রোঞ্জ। মোট ২২ পদক
- অ্যাথলেটিক্স— ৬টা সোনা, ১৪টা রুপো, ৯টো ব্রোঞ্জ। মোট ২৯টা পদক
- আর্চারি— ৫টা সোনা, ২টো রুপো, ২টো ব্রোঞ্জ। মোট ৯ পদক
- স্কোয়াশ— ২টো সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জ। ৫টা পদক
- টেনিস— ১টা সোনা, ১টা রুপো। মোট ২টো পদক
- ইকুয়েস্ট্রিয়ান— ১টা সোনা, ১টা ব্রোঞ্জ। মোট ২টো পদক
- ক্রিকেট— ১টা সোনা। (ছেলেরা ফাইনালে)। মোট ১টা পদক
- হকি— ১টা সোনা। (মেয়েরা ব্রোঞ্জ ম্যাচ খেলবে)। ১টা পদক
- কবাডি— ১টা সোনা। (ছেলেরা ফাইনালে)। ১টা পদক
- রোয়িং— ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। ৫টা পদক
- বক্সিং— ১টা রুপো, ৪টে ব্রোঞ্জ। মোট ৫টা পদক
- সেলিং— ১টা রুপো, ২টো ব্রোঞ্জ। ৩টে পদক
- ব্যাডমিন্টন— ১টা রুপো, ১টা ব্রোঞ্জ। ২টো পদক
- ব্রিজ— একটা রুপো
- গল্ফ— ১টা রুপো
- উসু— ১টা রুপো
- রেসলিং— ৫টা ব্রোঞ্জ
- রোলার স্পোর্টস— ২টো ব্রোঞ্জ
- কেনোইং— ১টা ব্রোঞ্জ
- সেপাক টাকরো— ১টা ব্রোঞ্জ
- টেবল টেনিস— ১টা ব্রোঞ্জ
পুরুষ অ্যাথলিটদের প্রাপ্তি
১২টা সোনা, ১৭টা রুপো, ১৮টা ব্রোঞ্জ। মোট ৪৭ পদক
মহিলা অ্যাথলিটদের প্রাপ্তি
৯টা সোনা, ১৬টা রুপো, ১৯টা ব্রোঞ্জ। মোট ৪৪ পদক
মিক্সড টিম ইভেন্ট থেকে প্রাপ্তি
৪টে সোনা, ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। মোট ৯টা পদক
AND THAT IS MEDAL #100 FOR ????????!!!
HISTORY IS MADE AS INDIA GETS ITS 100 MEDAL AT THE ASIAN GAMES 2022!
This is a testament to the power of dreams, dedication, and teamwork of our athletes involved in the achievement of #TEAMINDIA!
Let this achievement inspire generations to… pic.twitter.com/EuBQpvvVQ3
— SAI Media (@Media_SAI) October 7, 2023