কবাডিতে অষ্টম স্বর্গে ভারত, ঝামেলা ও ইরানকে টপকে সোনা পবনদের


কবাডিতে অষ্টম স্বর্গে ভারত, ঝামেলা ও ইরানকে টপকে সোনা পবনদেরImage Credit source: PTI

তীব্র ঝামেলা। দুই আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ। এবং এক ঘণ্টা কোর্টেই গণঅবস্থান। ভারত-ইরান এশিয়ান গেমসের (Asian Games) ফাইনাল ম্যাচ চুম্বকে এই। শেষ পর্যন্ত অবশ্য ভারতেরই প্রাধান্য থাকল। ইরানকে তিন পয়েন্টে আবার সোনা জিতলেন পবন সেরাওয়াতরা। সব মিলিয়ে কবাডি (Kabaddi) থেকে এল অষ্টম সোনা। জাকার্তা এশিয়ান গেমসে ভারতের ঐতিহ্য ভেঙে দিয়েছিল ইরান। সেই ইরানিদের হারিয়েই জয় বাড়তি তৃপ্তি দিল ২৮তম সোনার গল্পে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইরানের বিরুদ্ধে লড়াই তীব্র চলছিল ভারতের। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ২৮-২৮ স্কোর ছিল। পবন রেইডে গিয়েছিলেন ইরানের বক্সে। তখনই ঝামেলার সূত্রপাত। ইরানের বাস্তামি ভারতের পবনকে ট্যাকল করার সময় কোর্টের বাইরে চলে গিয়েছিলেন, এই নিয়েই যত বিতর্ক। কবাডির নিয়ম অনুযায়ী, বিপক্ষ টিমের রেইডের সময় কোনও প্লেয়ার যদি বাইরে বেরিয়ে যান এবং প্রতিপক্ষ টিমের প্লেয়ারকে ছুঁয়ে ফেলেন, তা হলে বিপক্ষ টিমের প্লেয়ারকে নট আউট দিতে হবে। দুই আম্পায়ার প্রথমে ভারতের রেইডের পয়েন্ট ইরানকে দিয়ে দেন। ভারত প্রবল ভাবে প্রতিবাদ করে। ইরানও পাল্টা প্রতিবাদ জানায়। নিয়ম ভারতের পক্ষেই ছিল। তা সত্ত্বেও ওই পয়েন্ট দুই টিমের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। একঘণ্টা কোর্টেই কার্যত গণঅবস্থান করে দুই টিম। শেষ পর্যন্ত নিয়মের বই খুলে, রিপ্লে দেখে আম্পায়াররা ভারতকেই পয়েন্ট দেন। মাত্র ১ মিনিট বাকি ছিল খেলার। ইরান আর ভারতকে টপকাতে পারেনি। ৩৩-২৯এ ম্যাচ জিতে যায়।

বিশ্ব কবাডিতে অন্যতম দুই শক্তিশালী ও জনপ্রিয় দল ভারত ও ইরান। আন্তর্জাতিক মঞ্চে যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। তা কবাডি বিশ্বকাপ হোক বা এশিয়ান গেমস বা দুবাই মাস্টার্সে সর্বত্রই এই দুই দলকে দুরন্ত লড়াই করতে দেখা যায়। এ বারের এশিয়ান গেমসে পুরুষ কবাডির সোনার পদক ম্যাচে সেই লড়াই আবার দেখা গেল।

Leave a Reply