জিতেও খুশি নন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক!


নয়াদিল্লি: বিশ্বকাপে স্বাগত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা যেন এটাই বার্তা দিল বাকি দলগুলিকে। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে চার বার সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। যদিও এরপর আর এগতে ‘পারে না’ তারা। দক্ষিণ আফ্রিকার নামের সঙ্গে জুড়েছে চোকার্স তকমাও। বিশ্বকাপ অভিযান শুরুর আগে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা স্বীকার করে নিয়েছিলেন, যত দিন না ট্রফি আসবে, এই তকমা মেটানো কঠিন। এ বারের বিশ্বকাপ ধামাকায় শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে নানা রেকর্ড হয়েছে। ১০২ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতেও খুশি নন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা! তাঁর কথায়, এমনটাই মনে হয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেম্বা বাভুমা কী চেয়েছিলেন? ব্যাটিংয়ের দিক তাঁর দল নিঃসন্দেহে ভালো পারফর্ম করেছে। কিন্তু এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার সাহসী ব্যাটিং চাপে ফেলেছিল প্রোটিয়া শিবিরেই। সদ্য় এশিয়া কাপ ফাইনালে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। তাও প্রথমে ব্যাট করতে নেমে। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড স্কোর তাড়া করতে নেমেও ৩২৬ অবধি পৌঁছয়। ম্য়াচ শেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম, জিতেছি। আমি অবশ্যই খুশি। ব্যাটিং বিভাগে কোনও ভুল নেই।’

তা হলে তাঁর অপ্রাপ্তি কোথায়? প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, ‘আমরা একটা দুর্দান্ত জয় চেয়েছিলাম। সেটা পাইনি। ব্যক্তিগত পারফরম্যান্স খুবই ভালো হয়েছে।’ টস হারাকে শাপে বর হিসেবেই দেখছেন প্রোটিয়া অধিনায়ক। বলেন, ‘টস হারকে সম্ভবত শাপে বরই বলা যায়। বল দারুণ ব্যাটে আসছিল। পাওয়ার প্লে-র পর পিচ আরও ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। ভেবেছিলাম, অসমান বাউন্স হবে। সেটা ছিল না। শুরুতে আমরাই মানিয়ে নিতে ভুল করেছি।’

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ব্য়ক্তিগত ভাবে বেশ কিছু প্রশংসনীয় ইনিংস। তবে টিমের হারে তার কোনও দাম থাকে না। শানাকার কথায়, ‘হাইস্কোরিং ম্যাচ হবে, এমনটাই অনুমান করেছিলাম। বোলিংয়ে আমরা প্রচুর ভুল করেছি। পরবর্তী ম্যাচে সেই ভুলগুলি শুধরে নিতে হবে।’

Leave a Reply