NZ vs NED, Live Streaming: বিশ্বকাপের ষষ্ঠ ম্য়াচে মুখোমুখি কিউয়ি ও ডাচরা, কবে, কখন, কোথায় দেখবেন এই ম্যাচটি?


নিউজিল্যান্ড বনাম নেদারল্য়ান্ডস

হায়দরাবাদ: জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) । চলতি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড (New Zealand) ও নেদারল্যান্ডস (Netherlands)। দুই দলই ইতিমধ্যে বিশ্বকাপ অভিযান শুরু করে ফেলেছে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে কিউয়িরা। অন্যদিকে প্রথম পরীক্ষায় পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছে ডাচরা। সামনে এ বার আরও বড় পরীক্ষা। শেষবারের হার থেকে শিক্ষা নিয়ে জেতার জন্য মরিয়া হয়ে উঠবে স্কট এডওয়ার্ডের নেদারল্যান্ডস। অন্যদিকে নিজেদের ধরে রাখার চেষ্টা করবে কিউয়িরা। কোথায় হবে এই ম্যাচ? কখন, কোথায় দেখতে পাবেন নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডসের এই ম্যাচটি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম দিনের পর, দ্বিতীয় ম্যাচে দলে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কেনকে ছাড়াই ডাচদের রুখতে হবে কিউয়িদের। অন্যদিকে প্রথম ম্যাচে ফিটনেসজনিত কারণে দলের বাইরে থাকা লকি ফার্গুসনকে একাদশে জায়গা দেওয়ার কথা ভাবতে পারে কিউয়িরা।

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কবে হবে?

এই খবরটিও পড়ুন

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি আগামিকাল অর্থাৎ ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কখন হবে?

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি দুপুর ২ টো থেকে শুরু হবে।

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কোথায় হবে?

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি হবে হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির টস কখন হবে?

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির টস শুরু হবে দুপুর ১.৩০ টায়।

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি কোথায় সম্প্রচারিত হবে?

নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া এই ম্যাচটির লাইভ সম্প্রচার দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla-এর ওয়েবসাইটে।

Leave a Reply