কলকাতা: জমে উঠেছে বিশ্বকাপ। মঙ্গলবার বিশ্বকাপের ডাবল হেডার ম্যাচ। মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড বনাম বাংলাদেশে ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে পরাস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সাকিব উল হাসানের বাংলাদেশে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি থ্রি লায়ন্সদের। ফলে নিজেদের প্রমাণ করতে নামবে ইংল্যান্ড। মঙ্গল বার দ্বিতীয়ার্ধে শুরু হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ। পাকিস্তান প্রথম ম্যাচে জিতলেও, দক্ষিণ আফ্রিকার কাছে ডাহা হারা হেরেছে শ্রীলঙ্কা। তাই পরবর্তী ম্যাচে জিততে মরিয়া হয়ে উঠবেন শনাকারা। কবে কোথায় হবে বিশ্বকাপের এই দ্বিতীয় ডবল হেডার ম্য়াচ? কোথায় দেখবেন? লাইভ সম্প্রচারই বা কোথায় দেখতে পাওয়া যাবে? জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কালকের ম্যাচগুলি কবে হবে?
বাংলাদেশ বনাম ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচটি মঙ্গলবার ১০ অক্টোবর হবে।
কালকের ম্যাচগুলি কখন হবে?
এই খবরটিও পড়ুন
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে সকাল ১০.৩০ টায়। অন্যদিকে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
কালকের ম্যাচগুলি কোথায় হবে?
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটি হবে ধরমশালা স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
কালকের ম্যাচগুলির টস কখন হবে?
কালকের প্রথম ম্য়াচটির টস হবে সকাল ১০ টায়। দ্বিতীয় ম্যাচ অর্থাৎ পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্য়াচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
কালকের ম্যাচগুলি কোথায় দেখতে পাবেন?
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ও পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দু’টো ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই দুটি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি ডবল হেডার ম্যাচের লাইভ স্কোর পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।