রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার
চেন্নাই: অজিদের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। রবিবার, চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম সাক্ষী থাকল এক টান-টান ম্য়াচের। অজিদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় মেন ইন ব্লু। কোহলি ও রাহুলের কাঁধে ভর দিয়েই শেষ পর্যন্ত অজিদের পরাস্ত করে ভারত। টস জিতে প্রথমে ব্য়াটিং সেরে নিয়ে ভারতকে ২০০ রানের টার্গেট ছুড়ে দেয় কামিন্সরা। পাল্টা জবাব দিতে মাঠে নেমেই একের পর এক উইকেট হারায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। রানের খাতা না খুলেই ফিরে যেতে হয় ক্যাপ্টেন রোহিত শর্মা, সদ্য় ওডিআইতে অভিষেক হওয়া ওপেনার ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও বিশ্বকাপের মঞ্চে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে বেশ কিছু ভারতীয় ওপেনারকে। কারা রয়েছেন এই তালিকায়? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
কোহলি-রাহুল শেষে হাল না ধরলে অজিদের হারানো মুশকিল ছিল ভারতের। ২০০ রান তাড়া করতে এসে ২ রানের মাথায় ৩ উইকেট হারায় ভারত। শুরুতেই শূন্য়ের হ্যাট্রিক দিয়ে শুরু হয় ভারতের দ্বিতীয় ইনিংস। শুভমন গিল অসুস্থ থাকায় রোহিতের সঙ্গে জুটি বাঁধার সুযোগ এসেছিল ঈশানের কাছে। এই সুযোগ কাজে লাগাতে ডাহা ব্যর্থ তিনি। তবে এই ঘটনা নতুন নয়। বিশ্বকাপের মঞ্চে এর আগেও ঘটেছে এমনটা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯২ বিশ্বকাপে শূন্য রানে আউট হন মহম্মদ আজারউদ্দিন। ১৯৯৬ এর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই একই চিত্র। পাকিস্তানের বিরুদ্ধে ২০০৩ বিশ্বকাপেও খালি হাতে ফেরেন সৌরভ গাঙ্গুলি। এই তালিকায় নাম জুড়ল ক্যাপ্টেন রোহিত শর্মারও।
আরও একটু ইতিহাসের পাতা ওল্টালেও মিলবে একই ছবি। ১৯৮৩-এর বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্য়াচ ওপেন করতে নেমে ব্য়র্থ হন সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত। এই ম্য়াচেই ১৭৫ রানের রেকর্ড করেছিলেন কপিল দেব।