কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রিক করেছে মোহনবাগান। ঘরের মাঠে দুটি জয়ের পর চেন্নাই পাড়ি দিয়েছিল সবুজ মেরুন। আইএসএল মরসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ ছিল গত বারের চ্যাম্পিয়নদের। অ্যাওয়ে ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স। চেন্নায়িনকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মোহনবাগান। আইএসএলের পাশাপাশি এএফসি কাপেও চোখ ধাঁধানো ফর্মে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ পর্বে দু-ম্যাচেই জিতেছে তারা। আগামী ২৪ অক্টোবর এএফসি কাপে মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই ম্যাচের সময় পরিবর্তন হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মোহনবাগানের হোম ম্যাচ। যদিও যুবভারতীতে হবে না সেই ম্যাচ। উৎসবের মরসুমে পুলিস পাওয়া নিয়ে সমস্যা। নিরাপত্তার কারণেই ম্যাচ সরিয়ে নেওয়া হয় ভুবনেশ্বরে। একই দিনে ওডিশা এফসিরও ম্যাচ রয়েছে। এএফসি কাপে একই গ্রুপে রয়েছে মোহনবাগান, মাজিয়া, বসুন্ধরা এবং ওডিশা এফসি। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বসুন্ধরা ম্যাচটি হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটে থেকে। যদিও সেই ম্যাচের সময় বদলেছে। মোহনবাগানের ম্যাচটি হবে রাত সাড়ে ৯টা থেকে।
UPDATE: Our home clash vs Bashundhara Kings in the AFC Cup Group Stage will now kick off at 9.30 pm on 24th October at Kalinga Stadium! ????#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Qw28gIcmCk
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 11, 2023
একই দিনে মুখোমুখি হবে ওডিশা এফসি এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। বিকেল সাড়ে পাঁচটা থেকে এই ম্যাচ। একই মাঠে খেলা। ফলে ওডিশা ম্যাচ শেষে কিছুটা সময় গ্যাপ দিয়ে মোহনবাগানের ম্যাচ। এএফসি কাপে জোড়া জয় এবং গোল পার্থক্যে গ্রুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। ভুবনেশ্বরেই এএফসি কাপে গ্রুপের প্রথম ম্যাচ খেলেছিল সবুজ মেরুন। ওডিশাকে ৪-০ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু। পরের ম্যাচে মলদ্বীপের ক্লাব মাজিয়া এসআরসিকে ২-১ ব্যবধানে হারায় মোহনবাগান। এ বার সামনে বাংলাদেশে বসুন্ধরা কিংস।