বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুটা বেশ ভালো হয়েছে ভারতের। প্রথমে হোঁচট খেলেও পরে বিরাট কোহলি ও কে এল রাহুলের কাঁধে ভর দিয়ে ঠিক সামলে ওঠে টিম ইন্ডিয়া। অন্যদিকে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি আফগানদের। বাংলাদেশের কাছে হার দিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে আফগানিস্তান। এ বার বিশ্বকাপের মঞ্চে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। এই ম্যাচে বেশ কয়েকটি বিষয় নজরে রয়েছে। দিল্লি বিরাটের ঘরের মাঠ। সেই মাঠেই এ বার বিশ্বকাপ। একটা আলাদা আবেগ কাজ করবে। অন্যদিকে আজকের ম্যাচের বড় চমক আইপিএলের সেই ঝামেলার পর নবীন উল হক ও বিরাটের মুখোমুখি হওয়া। আফগানিস্তানের সঙ্গে বরাবর ভালো সম্পর্ক ভারতের। সেই আফগানদের মুখোমুখি হয়ে কেমন লড়াই করবেন রোহিত শর্মারা সেটাই দেখার আশায় ক্রিকেটবিশ্ব। এই ম্যাচের সব আপডেট পাবেন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।