Virat Kohli: ‘বিরাটের ৫০তম ওডিআই সেঞ্চুরির পর বিয়ের পিঁড়িতে বসব’, প্ল্যাকার্ড হাতে প্রতিজ্ঞা ভক্তের


‘বিরাটের ৫০তম ওডিআই সেঞ্চুরির পর বিয়ের পিঁড়িতে বসব’, প্ল্যাকার্ড হাতে প্রতিজ্ঞা ভক্তের

নয়াদিল্লি: যে মাঠে ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা বিরাট কোহলির, সেখানে তাঁকে নিয়ে উত্তেজনা থাকবে তেমনটাই স্বাভাবিক। অরুণ জেটলি স্টেডিয়ামের আশপাশ থেকে ‘বিরাট-ভাইবস’এর ছড়াছড়ি। একাধিক কোহলিপ্রেমী ‘বিরাট, ১৮’ লেখা জার্সি পরে আজ ভিড় করেছেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। গ্যালারি থেকে অহরহ স্লোগান উঠছে কোহলির নামে। এরই মাঝে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ল কোহলির এক ভক্তর ছবি। যাঁর হাতে একটা বড় প্ল্যাকার্ড। সেটি বেশ নজরকাড়া। কারণ, তাতে বড় বড় করে লেখা ‘বিরাটের ৫০তম ওডিআই সেঞ্চুরির পর বিয়ের পিঁড়িতে বসব।’ মুহূর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লির ভাইবসই পুরো বদলে দিয়েছেন ঘরের ছেলে বিরাট। তাঁকে নিয়ে তীব্র মাতামাতিতে গ্যালারিতে কান পাতা দায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply