ICC ODI World Cup 2023: ভারত-আফগানিস্তান ম্যাচে গ্যালারিতে অশান্তি সমর্থকদের, কী নিয়ে ঝামেলা?


নয়াদিল্লি: বুধবার বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দ্বিতীয় ম্যাচে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-আফগানিস্তান। এই ম্যাচে আফগানদের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে জয় পেয়েছে রোহিত শর্মার ভারত। বুধবার এক উত্তেজক ম্যাচের সাক্ষী ছিল দিল্লি। কিন্তু এই অসাধারাণ ম্যাচ চলাকালীন ঘটে গিয়েছে এক অপ্রীতিকর ঘটনাও। যখন মাঠে খেলতে ব্যস্ত ভারত-আফগানিস্তান, তখন গ্যালারিতে ঝামেলায় জড়ান একদল সমর্থক। কথা কাটাকাটি এক সময় হাতাহাতিতে পৌঁছয়। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই অশান্তির ভিডিয়ো। কী কারণে হয় এই ঝামেলা? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।

বুধবার এক কথায় ‘দিল’ জিতে নিয়েছে দিল্লি। আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে একের পর এর রেকর্ড নিজের দখলে নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। যখন মাঠে আফগানদের বিরুদ্ধে লড়াই করছে টিম ইন্ডিয়া, তখন গ্যালারিতে ঝামেলায় জড়িয়ে পড়েন একদল দর্শক। শুধু মুখেই নয়, অশান্তি পৌঁছয় হাতাহাতি, মারামারি পর্যন্ত। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একে অপরকে এলোপাথাড়ি মারছেন একদল যুবক। কী কারণে ঝামেলা? যদিও তা স্পষ্ট জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এক ফ্যানের দাবি, বিরাট কোহলি ও নবীন উল হকের ফ্যানেদের মধ্যে এই ঝামেলা হয়।

এই খবরটিও পড়ুন

আগের আইপিএলে মাঠের মধ্যেই ঝামেলাায় জড়ান আফগান পেসার নবীন উল হক ও কিং কোহলি। সেই ঝামেলায় জড়িয়ে পড়েন নবীনদের মেন্টর গৌতম গম্ভীরও। তবে, বুধবারের ম্যাচে নবীন-বিরাটের ভাব হয়ে গিয়েছে। কিন্তু ফ্যানেদের মধ্যে এখনও কি থেকে গিয়েছে ঝামেলার রেশ? উঠছে প্রশ্ন। দিল্লিতে ম্যাচ শেষ করে এ বার রোহিতদের গন্তব্য  আহমেদাবাদ। সেখানে ১৪ অক্টোবর তাঁদের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ চিরশত্রু পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় মুখিয়ে ক্রিকেট বিশ্ব। শনিবার শেষ হাসি কে হাসে, তা দেখার জন্য ধৈর্য ধরে বসতে হবে আর দুু’টো দিন।

Leave a Reply