চেন্নাই:আজ, শুক্রবার চেন্নাইয়ে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথমে ইংল্যান্ড ও পরে নেদারল্য়ান্ডসকে হারিয়ে অপেক্ষাকৃত স্বস্তিতে কিউয়ি শিবির। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানের ব্যবধানে ইংল্য়ান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। আজ সাকিব আল হাসানদের সামনে আরও বড় পরীক্ষা। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ডের হয়ে দলে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের কামব্যাক স্বাভাবিকভাবেই চাপে ফেলতে পারে সাকিবদের। তবে আগের হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে বাংলদেশ। চিপকের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে কেমন লড়াই করবে টাইগাররা? তা জানতে নজর রাখুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
LIVE Cricket Score & Updates