আমেদাবাদ: অপক্ষার অবসান! অবশেষে মহাযুদ্ধের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। ১৪ অক্টোবর বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেই হাইভোল্টেজ ম্য়াচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ইতিমধ্য়ে দুই দলই আমেদাবাদে পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে সেখানে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরাও। দুই দলেরই বিশ্বকাপের শুরুটা হয়েছে জয়ের সঙ্গে। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তানের চিত্রটাও এক। প্রথমে নেদারল্য়ান্ডস ও পরে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাবর আজমের পাকিস্তান। এ বার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। দুই শিবিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই সঙ্গে বড় ম্য়াচের আগে আজ, শুক্রবার শেষ অনুশীলন সেরে নেবে দুই দল। কোথায় এবং কীভাবে দেখবেন এই হাড্ডাহাড্ডি ম্য়াচ? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি কবে হবে?
ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি ১৪ অক্টোবর শনিবার হবে।
এই খবরটিও পড়ুন
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন হবে?
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দুপুর ২ টো থেকে হবে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচটির টস কখন হব?
ভারত বনাম পাকিস্তান ম্যাচটির টস হবে দুপুর ২ টোয়।
ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি কোথায় হবে?
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় দেখতে পাবেন?
ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া এই ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই হাইভোল্টেজ ম্যাচটির প্রত্য়ের মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।