‘নিজেরাই হারার উপায় খুঁজে নিই’, বাবরদের বিঁধলেন প্রাক্তন পাক পেসার


আমেদাবাদ: দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘ দিন বন্ধ। ভারত-পাকিস্তান ক্রিকেটের স্বাদ নিতে ভরসা এশিয়ান ক্রিকেট কাউন্সিল কিংবা আইসিসির টুর্নামেন্ট। কয়েক সপ্তাহ আগেই হয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপের জন্য এ বার ওয়ান ডে ফরম্যাটে হয় টুর্নামেন্ট। বৃষ্টিতে প্রথম ম্যাচ নিষ্ফলাই ছিল। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্য়বধানে হারায় ভারত। সেই থেকে অপেক্ষা শুরু হয় বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের। অপেক্ষার অবসান হল। এক পেশে জিতল ভারত। ওডিআই বিশ্বকাপে এই নিয়ে অষ্টম সাক্ষাৎ এবং এ বারও ভারতেরই জয়। পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস প্রবল ক্ষুব্ধ বাবরদের পারফরম্যান্সে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের ব্যাটিং লাইন আপ টুর্নামেন্টের অন্যতম সেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগের ম্যাচেই রেকর্ড গড়েছে তারা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি স্কোর তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। সেঞ্চুরি করেছিলেন আব্দুল্লা শফিক এবং মহম্মদ রিজওয়ান। ভারতের বিরুদ্ধে নামার আগে নানা হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটাররা। পেসার হাসান আলি যেমন বলেছিলেন, ঘরের মাঠে ভারতই চাপে থাকবে। অধিনায়ক বাবর আজম পরিসংখ্যান প্রসঙ্গে বলেছিলেন, ৭-০ থেকে এ বার ৭-১ হতেই পারে। যদিও পারফরম্য়ান্সে কোনওটাই নজরে পড়ল না। ভারত জিতে স্কোরলাইন ৮-০ করল। হার নিয়ে নয়, তবে পাকিস্তান টিমের মানসিকতা নিয়ে বেজায় ক্ষুব্ধ তাদের প্রাক্তন পেসার।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুটাও দারুণ হয়। একটা সময় তাদের স্কোর ছিল ১৫৫-২। এরপরই বিপর্যয়। মাত্র ৩৬ রানে বাকি ৮ উইকেট হারায় পাকিস্তান। কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস সম্প্রচারকারী চ্যানেলে বলেন, ‘আমরা যেন প্রতি বার নিজেরাই হারার উপায় খুঁজে নিই।’ পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়কেই যে তিনি দায়ী করছেন তা পরিষ্কার। হারের হতাশা এবং দলের মানসিকতা, দুটোতেই ধাক্কা খেয়েছেন পাক পেসার।

Leave a Reply