বাবর আউট হতেই, গ্যালারি আলো করল অরিজিৎ সিংয়ের ‘সুপার ফ্যান’ সেলিব্রেশনImage Credit source: AFP
আমেদাবাদ: ইন্ডিয়া… ইন্ডিয়া… আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি গমগম করছে এই স্লোগানে। চারিদিকে চোখ রাখলে নজরে পড়ছে নীল জার্সি পরা দর্শকরা। পাক শিবির মেনে না নিলেও, এই আবহ যে তাদের বেশ চাপে ফেলে দিয়েছে তা বেশ পরিষ্কার। টিম ইন্ডিয়ার সমর্থকরা মনে প্রাণে চাইছে মোতেরা মাতিয়ে পাকিস্তান ম্যাচ জিতুক ভারত। আর অতীতের প্রথা ধরে রাখুন রোহিতরা। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে ভারত এর আগে ৭ বারের সাক্ষাতেই জিতেছে। এ বার ৮-০ করার পালা। টস হেরে প্রথমে ব্যাটিং করছে পাকিস্তান। বাবর আউট হতেই ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের ‘সুপার ফ্যান’ সেলিব্রেশন রীতিমতো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
#ArijitSingh celebrating Babar’s wicket in stands!! #IndiaVsPakistan #INDvPAK #INDvsPAK #CWC2023 #WorldCup23 pic.twitter.com/hQR5oUKsTb
— The ShaNa (@ShantanuNagar) October 14, 2023
বিস্তারিত আসছে…