আমেদাবাদ: ঘরের মাঠ। দলের হয়ে গলা ফাটাচ্ছেন লক্ষাধিক দর্শক। প্রতিপক্ষ পাকিস্তান। চাপ সামলাতে ভগবানেই বিশ্বাস রাখলেন হার্দিক পান্ডিয়া। হাতের মুঠোয় বল নিয়ে মনযোগের সঙ্গে করা প্রার্থণাই কি কাজে দিল শেষে? এরপরই উইকেট নেন ইমাম উল হকের। সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল এই ভিডিয়ো। পান্ডিয়ায় এই মাস্টার স্ট্রোকই কি তবে কাজে দিল? গ্যালারি জুড়ে একটাই প্রশ্ন।বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
শুরুটা ভালো হলেও ভারতীয় বোলিংয়ের সামনে ধীরে-ধীরে শক্তি হারাতে শুরু করে পাকিস্তান। ১৩ ওভারের মাথায় আক্রমণে আসেন হার্দিক।ইমাম উল হককে রুখতে আপ্রাণ চেষ্টা চালালেও কাজে লাগেনি তাঁর কৌশল। হার্দিকের ডেলিভারিতে বল বাউন্ডারি ছুঁতেই নড়েচড়ে বসেন তিনি। এরপরই হাতের মুঠোয় বল নিয়ে মন দিয়ে প্রার্থণা করে বল ছুড়ে দেন ইমামের দিকে। আর এতেই কেল্লাফতে। ৩৬ রানেই ইমামকে ঘরে ফেরাতে সক্ষম হন তিনি। হার্দিক উইকেট নিতেই জ্বলে ওঠে মোতেরার গ্যালারি। সেলিব্রেশনে মাতেন পান্ডিয়া নিজেও। আবেগের বসে, মাঠ ছাড়ার সময় ইমামকে ‘গুড বাই’ ও বলে বসেন। এরপর থেকে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে নানা মহলে, তবে কি চুপিসারে প্রার্থণাই কাজে আসল শেষ পর্যন্ত? এরপর ৩৯ ওভারের মাথায় ফের উইকেট নেন। এরপর ফেরান মহম্মদ নাওয়াজকে। সব মিলিয়ে ঘরের মাঠে আজ ভাগ্য সঙ্গ দিয়েছে হার্দিকের।
এই খবরটিও পড়ুন
জমে উঠেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৭ বছর পর ভারতের মাটিতে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ধরাশায়ী দেখাল পাকিস্তানকে। শুরুটা ভালো হলেও পরে আর কাজে দিল না বাবরের মাস্টারস্ট্রোক। ৪২ ওভারের মাথায় সব উইকেট হারিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান ব্রিগেড।