‘একটু হয়তো হাসি ফুটবে’, বলছেন আফগান তারকা রশিদ খান


নয়াদিল্লি: বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আফগানিস্তান। ৪৮ ঘণ্টার ব্য়বধানে জোড়া ভূমিকম্প। প্রায় তিন হাজার মৃত্যু। বিশ্বকাপে খেলতে ভারতে আফগানিস্তান ক্রিকেট টিম। তাঁদের মন পড়ে আছে দেশে। এমন বিপর্যয়ে কী ভাবে পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টাই করছেন। কিছুদিন আগেই দলের তারকা ক্রিকেটার রশিদ খান ঘোষণা করেছিলেন, ম্যাচ ফি-র পুরোটাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য দেবেন। অন্যদেরও অর্থ সংগ্রহে আহ্বান জানান রশিদ। মাঠেও খুব একটা স্বস্তিতে ছিলেন না। প্রথম দু-ম্যাচেই হার। বড় মঞ্চে আফগানিস্তান পারফর্ম করতে পারে না, এই তকমা সরানোর মরিয়া চেষ্টা ছিল। অবশেষে ইংল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্যে কিছুটা সফল আফগানিস্তান। আর এই জয়ের পর রশিদ খান বলেন, ‘হয়তো একটু হাসি ফুটবে’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপের প্রথম অঘটন। গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রশিদ খান। ব্যাটিংয়ে কিছুটা অবদান রেখেছেন। বোলিংয়ে তিন উইকেট। গত ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। সেই ম্যাচে রশিদ খানের ৯ ওভারে ১১০ রান তুলেছিল ইংল্যান্ড। ইকোনমি ছিল ১২-এর বেশি। সেই বদলাও নিলেন রশিদ। এই ম্যাচে মাত্র ৩৭ রান দিয়ে ৩ উইকেট। কোটার দশম ওভারে ইংল্যান্ডের শেষ উইকেট তাঁর ঝুলিতেই।

ঐতিহাসিক জয়ের পর রশিদ খান বলেন, ‘এটা আমাদের কাছে বিশাল জয়। এই ধরনের পারফরম্যান্স আমাদের বিশ্বাস জোগাবে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলির জন্য শক্তি দেবে। ক্রিকেট এমনই একটা খেলা, যা আমাদের দেশে সকলকেই আনন্দ দেয়। ইংল্য়ান্ডের বিরুদ্ধে জয় আপও আনন্দ দেবে। সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত আমার দেশ। ৩ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। অনেক ঘর-বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এই জয়টা হয়তো কারও মুখে একটু হাসি ফোটাবে। হয়তো সেই ভয়ঙ্কর দিনের কথা কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারবে।’

Leave a Reply