‘এমন দিনে বিরাটের থেকে জার্সি নেওয়া ঠিক হয়নি’, বাবর আজমকে খোঁচা প্রাক্তন পাক ক্যাপ্টেনের


IND vs PAK: ‘এমন দিনে বিরাটের থেকে জার্সি নেওয়া ঠিক হয়নি’, বাবর আজমকে খোঁচা প্রাক্তন পাক ক্যাপ্টেনের

আমেদাবাদ: ফের একটা ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ দেখল ক্রিকেট বিশ্ব। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে হল বিশ্বকাপের (ICC World Cup 2023) সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই অবশ্য দেখা গেল না এই ম্যাচে। এক পেশে জিতেছে রোহিত শর্মার ভারত। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে অতীতে সাত বার পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ভারত। সেই জয়ের ধারা বজায় রেখে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখন স্কোরলাইন ৮-০ করেছে। ম্যাচ শেষে দেখা গিয়েছে পাক নেতা বাবর আজমকে জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে। এরই মাঝে এক প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন, ‘এমন দিনে বিরাটের থেকে জার্সি নেওয়া ঠিক হয়নি বাবরের।’ কে বললেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের বিরুদ্ধে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত দাপট দেখিয়ে জিতেছে। বাবরদের খেলায় সেই ঝাঁঝ দেখা যায়নি। তবে ২২ গজে দুই দলের ক্রিকেটারদের মধ্যে যত লড়াই হোক না কেন, মাঠের বাইরে ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চোখে পড়ে। ভারত-পাক ম্যাচের শেষে দেখা গিয়েছে, পাক ক্যাপ্টেন বাবরকে ২টি জার্সি উপহার দিয়েছেন বিরাট। তা অবশ্য ভালোভাবে দেখছেন না প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, ‘আমি দেখেছি বাবরকে ২টো জার্সি দিয়েছে বিরাট কোহলি। সকলেই সেটা দেখেছে। তবে তোমাদের হতাশাজনক পারফরম্যান্সের পর যখন ফ্যানেরা কষ্ট পাচ্ছে, সেই সময় খোলা মাঠে বিরাটের থেকে জার্সি উপহার নেওয়াটা ঠিক হয়নি। এমন দিনে এভাবে খোলা মাঠে বিরাটের থেকে বাবরের জার্সি নেওয়াটা ঠিক হয়নি। হতেই পারে তোমার কাকুর ছেলে কোহলির জার্সি চেয়েছে, সেটা তুমি ম্যাচের শেষে ড্রেসিংরুম থেকেও নিতে পারতে। আমার মতে বাবরের উচিত ছিল সকলের সামনে বিরাটের থেকে জার্সি না নিয়ে ব্যক্তিগত ভাবে নেওয়া।’

ভারত-পাক ম্যাচ মানেই উত্তেজনার চোরাস্রোত। এক লক্ষের বেশি দর্শকের সামনে হল ভারত-পাক ম্যাচ। পুরো ম্যাচ জুড়ে বেশি সমর্থন পেলেন ভারতীয়রা। আর সেটাই স্বাভাবিক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে হারতেই বাবরদের কোচ মিকি আর্থার যেমন বলেই দিলেন, ‘আমি যদি বলি গ্যালারি কোনও ফ্যাক্টরই ছিল না। সেটা তা হলে মিথ্যে বলা হবে। কারণ, আমাদের মনেই হয়নি আইসিসির ইভেন্ট চলছে। সত্যি বলতে গেলে, আমার মনে হয়েছে এটা ভারত-পাকি দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। আর এটা বিসিসিআইয়ের একটা ইভেন্ট। একবারের জন্যও গ্যালারি থেকে দিল…দিল…পাকিস্তান শুনিনি।’ বাবরদের কোচ যা-ই বলুন ভারতের গ্যালারিতে ‘দিল…দিল…পাকিস্তান’ শোনা যাবে এটা ভাবা ভুল হবে বলছে ক্রিকেট মহল।



Leave a Reply