পাক ম্যাচে বিরাট ছক্কা হাঁকিয়ে কেন বাইসেপস দেখিয়ে সেলিব্রেট করলেন রোহিত শর্মা?


Rohit Sharma: পাক ম্যাচে বিরাট ছক্কা হাঁকিয়ে কেন বাইসেপস দেখিয়ে সেলিব্রেট করলেন রোহিত শর্মা?
Image Credit source: Twitter

আমেদাবাদ: বিশ্বকাপে (ICC World Cup) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আমেদাবাদে সুপার ডুপার হিট ছিল রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট। ৮৬ রানের দুরন্ত ইনিংস হিটম্যান সাজিয়েছিলেন ৬টি চার এবং ৬টি ছয় দিয়ে। পাক বোলারদের বিরুদ্ধে রোহিতের মারা একের পর এক বল গিয়ে পড়ছিল বাউন্ডারি লাইনের বাইরে। গ্যালারি ভর্তি দর্শকরা বার বার সেই সময় স্লোগান তুলছিল ‘রোহিত… রোহিত…।’ অর্ধশতরানের পর দেখা যায় বাইসেপস দেখিয়ে সেলিব্রেট করছেন রোহিত। যা দেখে অনফিল্ড আম্পায়ারকেও হাসতে দেখা গিয়েছিল। কিন্তু এমন সেলিব্রেশনের কারণ কী? খোদ হিটম্যান জানিয়েছেন তা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অষ্টম বার ওডিআই বিশ্বকাপে পাক-বধ করেছে মেন ইন ব্লু। ম্যাচের শেষে রোহিত শর্মা তাঁর ডেপুটি হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা বলার সময় জানান, তাঁর হাফসেঞ্চুরির পর বাইসেপস দেখিয়ে সেলিব্রেশনের কারণ কী ছিল।

বিস্তারিত আসছে…

Leave a Reply