লজ্জা এবং গর্ব; ভারত-পাকিস্তান ম্যাচের কিছু পরিসংখ্যান


একটা পরিসংখ্যান অক্ষত থাকল। সেটা নিয়ে আলোচনা হচ্ছে বারবার। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে বারবার হারিয়েছে ভারত। এ বার অন্যথা হল না। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এক পেশে ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত। এই নিয়ে আট বারের সাক্ষাতে ওডিআই বিশ্বকাপে ভারতের পক্ষে ফল ৮-০। শুধুই কি এই রেকর্ড? তেইশের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশ কিছু পরিসংখ্যান চমকে দেওয়ার মতোই। এক দলের কাছে যা গর্বের, অন্য দলের লজ্জার! আমেদাবাদে কী কী পরিসংখ্যান আলোচনায়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. ইতিহাস বারবার ফিরে আসে। আমেদাবাদেও ফিরল। ওডিআই বিশ্বকাপে আরও একবার পাকিস্তানকে হারাল ভারত। তাও আবার ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের ব্যবধানে। তেইশের বিশ্বকাপে আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে ভারত।
  2. বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ভারত-পাকিস্তান ম্যাচের পরিসংখ্যান এক পেশে। এই নিয়ে আট বারের সাক্ষাৎ, ভারতের জয় আটটিতেই। অথচ এমন দাপুটে রেকর্ড পাকিস্তানেরও রয়েছে! তবে সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সব সাক্ষাতেই হারিয়েছে পাকিস্তান।
  3. ওডিআই বিশ্বকাপের মঞ্চে গত ২৯ ম্যাচে ভারত মাত্র চারটি ম্যাচে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৫ ও ২০১৯ সালের সেমিফাইনালে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হার। এই পরিসংখ্যান বদলানোই ঘরের মাঠে চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার।
  4. আমেদাবাদে একটা সময় পাকিস্তানের স্কোর ছিল ১৫৫-২। অলআউট হয় ১৯১ রানে। অর্থাৎ, তাদের শেষ ৮টি উইকেট পড়েছে মাত্র ৩৬ রানে! বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের সবচেয়ে খারাপ পারফরম্যান্স বা বিপর্যয় এটাই।
  5. মোতেরায় মন্দের ভালো বাবর আজমের হাফসেঞ্চুরি। বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার বাবর। এই প্রথম ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন এই ফরম্যাটে। অষ্টম ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি, ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে এই প্রথম খেলার সুযোগ। তাতেই এল প্রথম হাফসেঞ্চুরিও।

Leave a Reply