CWC, Live Score: রবি-দুপুর জমবে ইংল্যান্ড-আফগানিস্তান লড়াইয়ে


নয়াদিল্লিতে আজ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তানImage Credit source: Graphics – TV9Bangla

নয়াদিল্লি: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ। প্রথম দু-ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে হসমতউল্লাহ শাহিদির দল। আফগানিস্তানের সামনে আজ, রবিবার গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হার দিয়ে ওডিআই বিশ্বকাপ অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছেন জস বাটলার-বেন স্টোকসরা। জয়ের ধারা বজায় রাখাই আপাতত লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য রশিদ খান-রহমানুল্লা গুরবাজদের। পয়েন্ট টেবলে আপাতত ইংল্যান্ড ৫ নম্বরে আর আফগানরা সবচেয়ে শেষে, অর্থাৎ ১০ নম্বরে। ইংল্যান্ড বনাম আফগানিস্তান (England vs Afghanistan) ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply