দল পয়েন্ট টেবলের শীর্ষে নেই, কিন্তু সিংহাসনে মহম্মদ রিজওয়ান


Most Runs in ICC ODI World Cup: দল পয়েন্ট টেবলের শীর্ষে নেই, কিন্তু সিংহাসনে মহম্মদ রিজওয়ান

কলকাতা: ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup) আসর বসেছে। অংশ নিয়েছে ১০ দল। ১০টি শহরে খেলা হচ্ছে। মোট ৪৮টি ম্যাচ। তার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ ৪৫টি। ইতিমধ্যে ১৩টি ম্যাচ হয়ে গিয়েছে। আপামর ক্রিকেট প্রেমীদের নজর রয়েছে আইসিসির এই মেগা ইভেন্টে। আইপিএল চলাকালীন ক্রিকেট প্রেমীরা প্রতিদিন একবার করে চোখ বোলান পয়েন্ট টেবলে। ঠিক তেমনই বিশ্বকাপ চলাকালীনও ক্রিকেট প্রেমীরা নজর রাখেন পয়েন্ট টেবলে। তার পাশাপাশি ক্রিকেট ভক্তরা ঢুঁ মারেন এখনও অবধি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করলেন কোন ক্রিকেটার। সবেচেয়ে বেশি উইকেটই বা নিলেন কে। আপাপত টুর্নামেন্টের ১৩টি ম্যাচের পর সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন চলতি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম ১০-এ রয়েছেন কারা।

বিস্তারিত আসছে…

Leave a Reply