নয়াদিল্লি: অস্বস্তি বললে কম বলা হয়। সমালোচনা বললে ঝড় কতটা প্রবল উঠেছে, তাও ঠিকঠাক তুলে ধরা যায় না। এই মুহূর্তে পাকিস্তান টিমের হাল এই রকমই। ভারতের বিরুদ্ধে হেরে বিপর্যস্ত বাবর আজম (India vs Pakistan 2023)। বিশ্বকাপে (ICC World Cup 2023)এর আগেও সাতবার হেরেছে গ্রিন আর্মি। কিন্তু এমন খারাপ হাল কখনওই হয়নি। সামান্য লড়াইটুকুও তুলে ধরতে পারেননি পাক ক্রিকেটাররা। আটচল্লিশ ঘণ্টা পেরোতে চলল পাকিস্তানের বিপর্যয়ের। তাতেও থামেনি বিতর্ক। পাক টিম নির্বাচন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি পেসার প্রশ্ন তুলে দিয়েছেন বাবর, রিজওয়ানদের ফিটনেস নিয়ে। TV9Bangla Sports-এ বিস্তারিত।
পাকিস্তানের লজ্জাজনক হারের পর একটি টিভি শোতে আক্রম বলেছেন, ‘প্লেয়ারদের ফিটনেস সত্যিই ভাবাচ্ছে। টিমের কোনও ফিটনেস টেস্ট নেই। মিসবা উল হক টিমের কোচ ও নির্বাচক থাকাকালীন ইয়ো-ইয়ো টেস্ট হত। প্রতি মাসে অন্তত একবার পেশাদার প্লেয়ারকে ফিটনেস টেস্ট দিতেই হয়। সেটা না হলে এমন লজ্জাজনক হারই দেখতে হবে।’ পাকিস্তান যে ২০০ রানও পার করতে পারবে না, শুরুতে মনেই হয়নি। ১৫৫-২ থেকে হঠাৎই ১৭১-২ হয়ে যায় পাকিস্তান। ভারতীয় বোলাররা আঁটোসাঁটো বোলিং করছিলেন। সেই বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করার বদলে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন বাবর, রিজওয়ানরা।
এই খবরটিও পড়ুন
আক্রম কিন্তু গোড়ার গলদ খুঁজে বের করার চেষ্টা করেছেন। তাঁর কথায়, ‘গত তিন বছরে পিসিবির চেয়ারম্যান পদে বসেছেন তিনজন। এটা কিন্তু খানিকটা হলেও টিমের মধ্যে একটা ভীতি তৈরি করেছে। পরের সিরিজে টিমে কে থাকবে, কে থাকবে না, এই নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১৫৫-২ থেকে ১৯১ রানে অল আউট হয়ে যাওয়াটা ভীষণ হতাশার।’ একা আক্রম নন, পাকিস্তানের সমস্ত প্রাক্তন প্লেয়ারই বাবরদের এমন বিপর্যয় দেখে হতবাক হয়ে গিয়েছেন।