ক্রিকেট বিশ্বের ‘ফ্যাব ফাইভ’ চলতি বিশ্বকাপে কেমন পারফর্ম করছেন?


ক্রিকেট বিশ্বের ‘ফ্যাব ফাইভ’ চলতি বিশ্বকাপে কেমন পারফর্ম করছেন?Image Credit source: PTI, AFP

কলকাতা: ক্রিকেট বিশ্বে ফ্যাব ফোর বললে উঠে আসে বিরাট কোহলি (Virat Kohli), জো রুট, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের নাম। সেই সমীকরণ ভেঙে ক্রিকেট মহলে বিশ্বের ফ্যাব ফাইভের কথাও চলে। তাতে বিরাট, রুট, স্মিথ ও কেন — এই চারজনের সঙ্গে থাকেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দেখতে দেখতে চলতি বিশ্বকাপের (ICC World Cup) ১৪টি ম্যাচ হয়ে গিয়েছে। এই ‘ফ্যাব ফাইভ’ এর পারফরম্যান্স দেখেছেন ক্রিকেট প্রেমীরা। তাঁদের মধ্যে কার পারফরম্যান্স আপনার মনে ধরেছে? এখনও অবধি ক্রিকেট বিশ্বের এই ‘ফ্যাব ফাইভ’ বিশ্বকাপে কেমন পারফর্ম করেছেন, তার বিস্তারিত বিবরণ রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শুরু করা যাক কিং কোহলিকে দিয়ে। এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৩টি ম্যাচে খেলেছে ভারত। তার মধ্যে তিনটিতেই জিতেছে মেন ইন ব্লু। ভারতের সুপারস্টার বিরাট কোহলি এই ৩ ম্যাচে করেছেন ১৫৬ রান। তাঁর গড় ৭৮.০০। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৮৫ রান। আফগানিস্তানের বিরুদ্ধে ৫৫ রানের অপরাজিত ইনিংস। এবং পাকিস্তানের বিরুদ্ধে ১৬ রান। ফলে এই তিন ম্যাচে ২টি হাফসেঞ্চুরি রয়েছে বিরাটের ঝুলিতে।

বিরাট কোহলি ছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি তিন ম্যাচে খেলেছেন। তাতে দুটি অর্ধশতরান করেছেন রুট। ইংল্যান্ড তার মধ্যে ১টিতে জিতেছে আর ২টিতে হেরেছে। এই তিন ম্যাচে রুটের ব্যাটে এসেছে ১৭০ রান। তাঁর গড় ৫৬.৬৬। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রুট করেন ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে তাঁর ব্যাটে আসে ৮২ রান। আফগানদের বিরুদ্ধে অবশ্য রুটের ব্যাট চলেনি। তিনি ওই ম্যাচে করেন ১১ রান। আপাতত বিশ্বকাপে মোট রান দেখলে ফ্যাব ফাইভের মধ্যে শীর্ষে রুট। দ্বিতীয় স্থানে বিরাট।

চলতি আইসিসি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৩ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ভারতের মতো নিউজিল্যান্ডও জয়ের হ্যাটট্রিক করেছে। কিউয়ি নেতা কেন উইলিয়ামসন অবশ্য মাত্র ১টি ম্যাচই খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে কেন করেন ৭৮* রান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ চলতি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ৪৬ রান। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মিথের ব্যাট চলেনি। তাতে তিনি করেন ১৯ রান। তৃতীয় ম্যাচে তো আরও করুন অবস্থা হয় স্মিথের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ফেরেন শূন্যে। ফলে আপাতত এ বারের বিশ্বকাপে তাঁর সংগ্রহ ৬৫ রান।

পাক অধিনায়ক বাবর আজম এখনও অবধি চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে খেলেছেন। তার মধ্যে বাবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৫ রান করেছিলেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাঁর ব্যাটে কোনও চমক দেখা যায়নি। ওই ম্যাচে বাবর করেন ১০ রান। এরপর অবশ্য ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন বিরাট। সব মিলিয়ে তিন ম্যাচে বাবরের ঝুলিতে এসেছে ৬৫ রান।

Leave a Reply