EURO Cup 2024: ব্রাসেলসে জঙ্গি হানার জেরে বাতিল বেলজিয়াম-সুইডেনের ইউরো কাপের ম্যাচ


ব্রাসেলস: জঙ্গি হানার কালো ছায়া ফুটবলে। যার জেরে বাতিল হয়ে গেল বেলজিয়াম-সুইডেনের ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচ। দুই দেশের খেলার শুরুর ঠিক আগেই খবর আসে, স্টেডিয়াম থেকে ৫ কিমি দূরে এক জঙ্গির গুলিতে মারা গিয়েছেন দুই সুইডিশ নাগরিক। এতে সারা ব্রাসেলস জুড়ে তৈরি হয় আতঙ্ক। কার্যত শুনশান হয়ে যায় বেলজিয়ামের রাজধানী। ওই খবর এসে পৌঁছয় স্টেডিয়ামেও। উয়েফার কর্তারাও জঙ্গি হানার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ম্যাচ বাতিল করে দেওয়া হয়। উয়েফার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রাসেলসে জঙ্গি হানার জেরে বেলজিয়াম ও সুইডেনের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। দুই টিম এবং ব্রাসেলসের পুলিশও এই ব্যাপারে সম্মতি জানিয়েছে।’ TV9Bangla Sports-এ বিস্তারিত।

ব্রাসেলসে জঙ্গির গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়াতেই আতঙ্ক ছড়ায় স্টেডিয়ামে। ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচ দেখার জন্য মাঠে হাজির অসংখ্য সুইডিশ জনতা। তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায় তখন। ম্যাচ বাতিল করে দেওয়া হলেও স্টেডিয়ামেই বসিয়ে রাখা হয় সমর্থকদের। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দর্শকরা স্টেডিয়াম থেকে বেরোতে পেরেছেন। বেলজিয়ামের ক্রাইসিস ফোর্সের তত্ত্বাবধানে সমর্থকরা মাঠ থেকে বেরোতে পারেন। স্টেডিয়ামে আটক সুইডিশ সমর্থকদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের কান্নায় ভেঙে পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানসিক ভাবে যে সুইডিশ সমর্থকরা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তা বুঝতে পেরেই বেলজিয়াম সরকারের তরফে যাবতীয় নিরাপত্তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি চিন্তা ছিল সুইডেন টিমকে নিয়ে। ফুটবলারদের উপর হামলা হলে বেলজিয়াম আন্তর্জাতিক সমস্যায় পড়ে যেত। তাই স্টেডিয়ামেই দীর্ঘক্ষণ বন্দি থাকেন ফুটবলাররা। তারপর কড়া নিরাপত্তায় তাঁদের স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া নিরাপদ জায়গায়।

সুইডিশ মিডিয়ার খবর অনুযায়ী, জঙ্গি হানায় মারা যাওয়া দুই নাগরিকের গায়ে ছিল জাতীয় দলের জার্সি। তাঁরা মাঠে খেলা দেখতে আসছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি। কিন্তু জঙ্গিদের লক্ষ্য যে সুইডিশরা ছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সুইডেনের ক্যাপ্টেন ভিক্টর লিন্ডলফ বলেছেন, ‘আমাদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। ব্রাসেলসের সবচেয়ে নিরাপদ জায়গায় রাখা হয়েছে আমাদের। বেলজিয়াম ইতিমধ্যে ইউরো কাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে। এই ম্যাচটা আমাদের কাছে নিয়মরক্ষার বেশি কিছু ছিল না। তাই ম্যাচটা বাতিল করা হয়েছে।’

Leave a Reply