ICC ODI World Cup: দল হারলেও নিজের পারফরম্যান্সে খুশি নিশাঙ্কা, কী বলছেন তিনি?


লখনউ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত শুরু করেছিল শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার পারফরম্য়ান্স রীতিমতো ভয় ধরিয়েছিল অজিদের মনে। তেইশের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) আরও একটা অঘটন ঘটতে চলেছে, আশঙ্কা বাড়ছিল। ধীরে-ধীরে বদলাতে থাকে ম্যাচের রঙ। ৪৩.৩ ওভারে ২০৯ রান নিয়েই অলআউট হয়ে যায় লঙ্কানরা। মাত্র ৩৫ ওভারেই লক্ষ্য়পূরণ করে ম্যাচ জিতে নেয় অজিরা। অস্ট্রেলিয়ার (Australia) কাছে হারের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন শ্রীলঙ্কা ওপেনার নিশাঙ্কা। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। শুরুতে নিশাঙ্কা ও পেরেরার পার্টনারশিপে ১২৫ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ৬৭ বলে ৬১ রান করেন নিশাঙ্কা। এরপরই ছন্দপতন হয় লঙ্কানদের। শক্তি হারাতে থাকেন কুশল মেন্ডিসরা। ৪৩.৩ ওভারের মাথায় অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অজিদের বিরুদ্ধে শেষ পর্যন্ত হারতে হয়। ম্য়াচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে নিশাঙ্কা বলেন, “যেভাবে আমরা শুরু করেছিলাম, সেই পারফরম্যান্স ধরে রাখতে পারিনি। অন্তত ৩০০ রান করা উচিত ছিল। যেটা আমরা করতে পারিনি।” দলের ব্যর্থতার কথাই বার-বার উঠে এসেছে তাঁর মুখে।

এই খবরটিও পড়ুন

জিততে না পারলেও নিজের পারফরম্য়ান্সে সন্তুষ্ট তিনি। জানান, নিজের সেরাটা দিয়েছেন এই ম্যাচে। আশা করছেন, পরবর্তী ম্য়াচগুলিতেও দলের জন্য় অবদান রাখতে পারবেন। এই হার থেকে শিক্ষা নিয়েই পরবর্তীতে এগিয়ে যেতে চান তিনি। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ভুলগুলি আমরা করেছি সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরে নিতে চাই।” লঙ্কানদের পরবর্তী পরীক্ষা ২১ অক্টোবর। প্রতিপক্ষ নেদারল্য়ান্ডস। এখনও পর্যন্ত ৩ ম্য়াচের একটিতেও সাফল্য় পায়নি শ্রীলঙ্কা। ডাচদের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে পারে কি না লঙ্কানরা তাই এখন দেখার।

Leave a Reply