ব্যাঙ্গালুরু: বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুটা ভালো হলেও ভারতের বিরুদ্ধে হেরে চাপ বেড়েছে পাকিস্তান (India vs Pakistan) শিবিরে। বিপর্যয় সামলে ওঠার চেষ্টায় বাবর আজমরা। পরের লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়। আমেদাবাদ ছেড়ে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছেছে পাকিস্তান দল। আগামী ২০ অক্টোবর বেঙ্গালুরুতে প্য়াট কামিন্সদের মুখোমুখি হবেন তাঁরা। বেঙ্গালুরুতে পৌঁছেই বাবর আজমদের দেখা গেল টিম ডিনারে। উপস্থিত ছিলেন হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, শাদাব খানরা। ডিনার পার্টিতে কী আলোচনা হল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের কাছ হারের পর সামলে ওঠার চেষ্টায় পাক দল। রোহিত শর্মাদের ঘরের মাঠে হারিয়ে ৭-০-এর রেকর্ডটা মোছার মোক্ষম সুযোগ ছিল বাবরদের কাছে। কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। ভারতের সামনে ধরাশায়ী পাকিস্তানের বোলিং। ১৯১ রানেই অল আউট হয়ে যান বাবররা। ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়ার। এরপরই নড়েচড়ে বসেছে পাক শিবির। পাকিস্তানি প্লেয়ারদের খেলার ধরন, দলের পরিকল্পনা, বাবর আজমের অধিনায়কত্ব— সবই এখন প্রশ্নের মুখে। শোয়েব মালিকের মতো প্রাক্তন ক্রিকেটার বলে দিয়েছেন, অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত বাবরের। নিজের ব্যাটিংয়েই ফোকাস করুন। ভারতের বিরুদ্ধে লজ্জার হার ভোলার একমাত্র উপায় পরবর্তী ম্যাচে অজিদের হারানো। সেই লক্ষ্যেই বেঙ্গালুরুতে পৌঁছেছে পাকিস্তান দল। মানসিকভাবে সামলে উঠতে এ বার টিম ডিনারে দেখা গেল বাবর আজমদের। উপস্থিত ছিলেন দলের কোচিং স্টাফরাও।
এই খবরটিও পড়ুন
Dinner time vibes for the Pakistan team in Bengaluru ????#CWC23 | #DattKePakistani pic.twitter.com/7WBhKbb89k
— Pakistan Cricket (@TheRealPCB) October 16, 2023
ব্যাঙ্গালুরুর এক ঝাঁ-চকচকে রেস্তোরাঁয় দল বেঁধে উপস্থিত হন শাদাব খান, হ্যারিস রউফ, রিজওয়ানরা। পিসিবি-এর তরফে সামাজিক মাধ্য়ে X-এ একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে টিম বাস থেকে নেমে হোটেলে প্রবেশ করছেন বাবর আজম, শাদাব খানরা। ভারত তাঁদের যত্নেই রেখেছে, তা আগেই শোনা গিয়েছিল পাক ক্রিকেটারদের মুখে। হায়দরাবাদি বিরিয়ানির স্বাদ এখনও ভোলেননি তাঁরা। এ বার ব্যাঙ্গালুরুর খাবার চেখে দেখতেই ডিনারের ব্যবস্থা দলের। কিন্তু ডিনার টেবলেই পরবর্তী আলোচনা সেরে নিয়েছেন পাক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে সমালোচনা আরও বাড়বে। পাক টিমের কেউই পারফর্ম করতে পারেননি ভারতের বিরুদ্ধে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাবর-রিজওয়ানরা কতটা মেলে ধরতে পারেন নিজেদের, তাই দেখার অপেক্ষায় রয়েছেন পাক সমর্থকরা।