দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস
ধরমশালা: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ১৫ তম ম্যাচে ধরমশালায় আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্য়ান্ডস। দুই দলের শুরুটা দু’রকমভাবে হয়েছে। আগের জোড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে প্রোটিয়ারা। অন্যদিকে এখনও পর্যন্ত একটি ম্য়াচেও জয় পায়নি ডাচরা। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোর লড়াই নেদারল্যান্ডসের। ওডিয়াই ফরম্যাটে প্রোটিয়াদের সামনে সেভাবে কখনও জিততে পারেনি নেদারল্যান্ডস। এই ফরম্যাটে ৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ৬ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর ডাচরা জিতেছে মাত্র একবার। এ বারের বিশ্বকাপের মঞ্চে কী হয় তাই এখন দেখার। এই ম্য়াচের প্রত্য়েক মুহূর্তের আপডেট পেতে চান? ক্লিক করুন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।