কলকাতা: জয়ের হ্যাটট্রিকে তেইশের বিশ্বকাপে পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তবে দক্ষিণ আফ্রিকার কাছে সুযোগ ছিল ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করার। সেই সুযোগ বিরাট ধাক্কা খেল নেদারল্যান্ডসের কাছে। প্রথম দু-ম্যাচে বিধ্বংসী ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজও খেলেছে। প্রথম দু-ম্যাচ হেরে পিছিয়েছিল। টানা তিন ম্যাচ জিতে সিরিজও জেতে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আক্রমণ বিধ্বংসী ফর্মে। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়ে জয়। এরপর অস্ট্রেলিয়াকেও হারায়। ২ ম্যাচে পুরো ৪ পয়েন্ট সহ নেট রান রেট ছিল +২.৩৬০। ভারতের নেট রান রেট +১.৮২১। স্বাভাবিক ভাবেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে শীর্ষে থাকত দক্ষিণ আফ্রিকা। কিন্তু যা পরিবর্তন হল, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তেইশের বিশ্বকাপে এখনও অবধি প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে শ্রীলঙ্কা ছাড়া প্রত্যেকের ঝুলিতেই পয়েন্ট রয়েছে। দশ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবলে সবার শেষে রয়েছে হারের হ্যাটট্রিক করা শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট -১.৫৩২। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট টেবলে নবম স্থানে উঠে এল নেদারল্যান্ডস। তাদের নেট রান রেট ছিল -১.৮০০। দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারানোয় আপাতত নেট রান রেট -০.৯৯৩।
পয়েন্ট টেবলে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্য়ান্ড। দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থান ধরে রাখলেও নেট রান রেট কমে হয়েছে +১.৩৮৫। আজ আফগানিস্তানকে হারালে শীর্ষস্থানে উঠে আসবে নিউজিল্যান্ড। তবে আফগানিস্তান যদি আরও একটা অঘটন ঘটায়, পয়েন্ট টেবলে ব্যাপক ওলটপালট হতে পারে। প্রথম চারে ঢুকে পড়তে পারে আফগানিস্তান। নিউজিল্যান্ড না জিতলে আপাতত শীর্ষেই থাকবে ভারত। নিউজিল্যান্ড জিতলে এক ম্যাচ বেশি এবং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠবে।