ধরমশালায় প্রকৃতির মাঝে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ধরমশালা: প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্বকাপে (ICC World Cup) নেদারল্যান্ডসের (Netherlands) ঐতিহাসিক জয়ের ২৪ ঘণ্টা এখনও কাটেনি। জোর চর্চা চলছে ডাচদের জয় নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এর মাঝে ভাইরাল নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (Scott Edwards) এক ছবি। যেখানে দেখা যায় ধরমশালার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ডাচ ক্যাপ্টেন। কিন্তু সেই ছবিতে নজর কেড়েছে বজরংবলীর একটি মূর্তি। সেই মূর্তির সামনে বসে থাকতে দেখা যায় স্কট এডওয়ার্ডসকে। এই ছবি ভাইরাল হতেই চারিদিকে চর্চা চলছে বজরংবলীর আশীর্বাদে জিতেছে ডাচরা। দেখেছেন সেই ছবি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে ধরমশালার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই সেখানে খেলতে যাওয়া ক্রিকেটারদের টানে। প্রকৃতির প্রতি উজাড় ভালোবাসা প্রকাশ করতে দেখা গিয়েছে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসেও। ১২ অক্টোবর স্কট এডওয়ার্ডস নিজের ইন্সটাগ্রামে তিনটি ছবি পোস্ট করেছিলেন। প্রথমটিতে দেখা যায় সবুজ ঘাসের মাঝে দু’হাত ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন স্কট এডওয়ার্ডস। তাঁর ঠিক পিছনের সুদৃশ্য পাহড়। দ্বিতীয় ছবিতে দেখা যায় একটি ছাগল ছানা কোলে নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন এডওয়ার্ডস। আর তৃতীয় ছবিতে দেখা যায়, হনুমানজির একটি মূর্তির সামনে বসে রয়েছেন ডাচ নেতা। এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এই সুন্দর ভিউয়ের জন্য এসেছিলাম। তারপর থেকে গেলাম…’
চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডস ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর, বজরংবলীর মূর্তির সামনে স্কট এডওয়ার্ডের বসে থাকার ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই তাতে মন্তব্য করেছেন, ‘বজরংবলীর আশীর্বাদে জিতেছে নেদারল্যান্ডস।’ ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৮ রানে বিশ্বকাপের ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস। ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস প্রোটিয়াদের বিরুদ্ধে ৬৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এ বারের বিশ্বকাপে জোড়া ম্যাচ হারার পর ২ পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস। আগামী ২১ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের। ডাচদের জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট মহল।