‘যে কোনও দলকে হারাতে পারি’, প্রোটিয়াদের হারিয়ে ডাচ নেতার গলায় আত্মবিশ্বাসের সুর


‘যে কোনও দলকে হারাতে পারি’, প্রোটিয়াদের হারিয়ে ডাচ নেতার গলায় আত্মবিশ্বাসের সুর

ধরমশালা: চলতি বিশ্বকাপে (ICC World Cup) একের পর এক চমক দেখা যাচ্ছে। ধরমশালায় যে ভাবে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়েছে নেদারল্যান্ডস (Netherlands), তা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলবে এ নিয়ে কোনও সন্দেহ নেই। ডাচরা যে প্রোটিয়াদের হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেবে, তা অনেকেই কল্পনা করেনি। এই প্রথম বার ওডিআই বিশ্বকাপের মঞ্চে কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারিয়েছে নেদারল্যান্ডস। যার ফলে ইতিহাসের পাতায় নাম তুলেছে স্কট এডওয়ার্ডসের টিম। এই ঐতিহাসিক জয়ের পর ডাচ অধিনায়কের গলায় আশার সুর। আত্মবিশ্বাসী এডওয়ার্ডস তাই বললেন, ‘আমরা যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তা হলে যে কোনও দলকে হারাতে পারব।’ আর কী বললেন নেদারল্যান্ডসের ক্যাপ্টেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গ্রুপ পর্বের ম্যাচে জোড়া হারের পর প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল ডাচরা। জোড়া ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ছিল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে যদিও হালকা ভাবে নেয়নি প্রোটিয়ারা। কিন্তু বিক্রমজিতদের কাছে যে বাভুমারা হেরে যাবেন, তা হয়তো ভাবেননি। ৩৮ রানে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নেদারল্যান্ডসের অধিনায়ক ম্যচ পরবর্তী প্রেস কনফারেন্সে বলেন, ‘আমরা প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামি। প্রত্যেকটা ম্যাচেই আমরা জেতার চেষ্টা করি। আমাদের বরাবর চেষ্টা থাকে নিজেদের সেরা ক্রিকেট খেলাটা তুলে ধরা। আমরা মনে করি যে দিন আমরা ভালো ক্রিকেট খেলতে পারব, সে দিন যে কোনও টিমকে হারাতে পারব।’

এই নিয়ে ৫০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ম্যাচ জিতল নেদারল্যান্ডস। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ডাচরা হারিয়েছিল নামিবিয়াকে। এরপর ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্কটল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডস। এ বারের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর থেকেই ডাচরা এক পরিকল্পনা তৈরি করে ফেলেছিল। এই প্রসঙ্গে স্কট এডওয়ার্ডস বলেন, ‘আমরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পরই পরিকল্পনা করে নিয়েছিলাম যে, টুর্নামেন্টে আমরা ঠিক কী করতে চাই। আমরা এখানে শুধু মজা করার জন্য আসিনি। পরবর্তী পর্যায়ে যেন যেতে পারি তার জন্য ম্যাচ জিততে চাই। দক্ষিণ আফ্রিকা অত্যন্ত শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে জিততে পেরে ভালো লাগছে।’

Leave a Reply