ক্যাচ নিলেন গিল, গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন সারা তেন্ডুলকর


পুনে: শুভমন গিল মাঠে… সচিনকন্যা গ্যালারিতে… এই পরিস্থিতিতে টেলিভিশন ক্যামেরা ঠিক কোথায় থাকবে? ক্রিকেট প্রেমী এক বাক্যে হয়তে উত্তর দেবে ‘আর কোথায় সারা ভাবির দিকে…।’ আসলে ভারতীয় তরুণ ওপেনার শুভমন গিলের সঙ্গে ঘুরে ফিরে একাধিক বার জড়িয়েছে ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের নাম। পুনেতে ভারত গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলছে। প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারের মেয়ে সারাকে। এর পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #SaraTendulkar, #ShubmanGill । অসুস্থতার কারণে বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর সিনিয়র বিশ্বকাপ ডেবিউ হয়েছে। আজ পুনেতে বাংলাদেশের বিরুদ্ধেও শুভমন একাদশে রয়েছেন। বাংলাদেশের ইনিংস চলাকালীন শুভমন এক ক্যাচ নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অনুযায়ী, সেই সময় হাততালি দিতে দেখা যায় সারাকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply