ICC World Cup: পয়েন্ট টেবলের সিংহাসনে নিউজিল্যান্ড, ব্যাটে-বলেও শাসন চলছে কিউয়িদের
কলকাতা: একেই বলে জমজমাটি বিশ্বকাপ (ICC World Cup)। দেখতে দেখতে ভারতের মাটিতে বিশ্বকাপের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে কিউয়িরা। বিশ্বকাপের আগে ১০ দলের জন্য ওয়ার্ম আপ ম্যাচ আয়োজন করা হয়েছিল। তাতে দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল প্রত্যেক দল। বৃষ্টির কারণে ভারত অবশ্য ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পায়নি। কিন্তু তারপরও বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেছে টিম ইন্ডিয়া। আপাতত মেন ইন ব্লুকে ছাপিয়ে গেল নিউজিল্যান্ড (New Zealand)। কিউয়িরা বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে প্রথমে পাকিস্তান ও তারপর দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার পর ছবিটা বদলায়নি। প্রথমে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করে নিউজিল্যান্ড। তারপর নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে জয়। টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের সিংহাসনে নিউজিল্যান্ড, ব্যাটে-বলেও শাসন চলছে কিউয়িদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শুধু বিশ্বকাপের পয়েন্ট টেবলেই নয়, এখনও অবধি সবচেয়ে বেশি রান করা এবং উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। চলতি ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ওপেনার ডেভন কনওয়ে। বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে তিনি করেছেন ২৪৯ রান। সর্বাধিক ১৫২*। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দুই, তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে – পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান (৩ ম্যাচে করেছেন ২৪৮ রান), দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি’কক (৩ ম্যাচে ২২৯ রান), ভারত অধিনায়ক রোহিত শর্মা (৩ ম্যাচে ২১৭ রান) এবং নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২১৫ রান)।
বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ৪ ম্যাচে তিনি নিয়েছেন ১১টি উইকেট। ইকোনমি রেট ৪.৪০। এই তালিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন মিচেল স্যান্টনারের সতীর্থ ম্যাট হেনরি। তিনি ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৪.৮৩। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। ৩ ম্যাচে বুমরা নিয়েছেন ৮ উইকেট। তাঁর ইকোনমি ৩.৪৪। বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পাক বোলার হাসান আলি (৩ ম্যাচে ৭ উইকেট, ইকোনমি রেট ৬.০০) ও প্রোটিয়া বোলার কাগিসো রাবাডা (৩ ম্যাচে ৭ উইকেট, ইকোনমি রেট ৫.৫৯)।