পিএসএলে যুক্ত হলেন মহিলা কোচ ক্যাথেরিন ডাল্টন।Image Credit source: Twitter
নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) পরিবর্তনের হাওয়া। বর্তমানে অবশ্য বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে ব্যস্ত। এরই মাঝে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগে এক বিরল ঘটনা ঘটল। সদ্য পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) টিম মুলতান সুলতানস আগামী মরসুমের জন্য তাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে ক্যাথেরিন ডাল্টনকে (Catherine Dalton)। পিএসএলে এই প্রথম কোনও মহিলাকে কোচ হিসেবে নিযুক্ত করা হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ক্যাথেরিন ডাল্টন অতীতে ইংল্যান্ডের লেভেল থ্রি পর্যায়ের কোচিং করিয়েছেন। আসলে তাঁর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের লেভেল থ্রি এর কোচিং ডিগ্রি রয়েছে। আমেরিকার ন্যাশানাল পেস বোলিং অ্যাকাডেমির কোচের দায়িত্ব অতীতে তিনি পালন করেছেন। এবং ক্যাথেরিন ডাল্টন ভারতের আল্টিমেট পেস ফাউন্ডেশনেও কাজ করেছেন।
???? Pace ace Catherine Dalton (@cathdalton57) joins Multan Sultans as our new Fast Bowling Coach! ????
An @ECB_cricket certified Level 3 Advanced Coach, Dalton has previously held coaching positions in the National Fast Bowling Academy in the UK and the Ultimate Pace Foundation in… pic.twitter.com/8tYoX9cf75
— Multan Sultans (@MultanSultans) October 17, 2023
ক্যাথেরিন ডাল্টন আয়ার্ল্যান্ডের হয়ে ৪টি টি-টোয়েন্টি এবং ৪টি ওডিআইতে খেলেছেন। এ ছাড়া তিনি মিডলসেক্স ও এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। পিএসএলের টিম মুলতান সুলতানে যোগ দিয়ে ক্যাথেরিন উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘পিএসএলে প্রথম মহিলা কোচ হয়ে এবং মুলতান সুলতানসে যোগ দিতে পেরে দারুণ লাগছে।’ ক্যাথেরিনের পাশাপাশি মুলতান সুলতানসের জেনারেল ম্যানেজার হিজাব জাহিদ বলেন, ‘ক্যাথেরিনকে মুলতান সুলতানসে স্বাগত জানাই। মুলতানের পেস ব্যাটারি তাঁর ছোঁয়ায় আরও উজ্জ্বল ও উজ্জ্বীবিত হবে।’
মুলতান সুলতানস গত মরসুমের পাকিস্তান সুপার লিগের রানার্স। মাত্র ১ রানে মুলতান সুলতানস পিএসএলে হেরে যায় লাহোর কালান্দার্সের কাছে।