পুনে: ঘরের মাঠে ১২ বছর পর আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারত। রোহিত শর্মার টিম ফর্মের তুঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানকে পর পর হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। এই ছন্দই যে আবার সাফল্যের মঞ্চে তুলে দেবে ভারতকে, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে সচিন তেন্ডুলকর মেনে নিচ্ছেন সকলেই। এই স্বপ্নে হঠাৎই এখরাশ কালোমেঘ। ভারতের সেরা অলরাউন্ডারকে কি বাকি ম্যাচে খেলতে দেখা যাবে? উঠে যাচ্ছে এই প্রশ্ন। হার্দিক পান্ডিয়ার চোটের কী হাল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তখন ৯ ওভারে পা রেখেছে ম্যাচ। বাংলাদেশকে চাপে রাখতে হার্দিককে আক্রমণে নিয়ে এসেছিলেন রোহিত। প্রথম বলে রান দেননি। দ্বিতীয় বলে চার খান। কিন্তু তৃতীয় বলের সময়ই মুশকিলে পড়েন ভারতীয় অলরাউন্ডার। লিটন দাসের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়ে ফলো থ্রুর উল্টো দিকে শরীর নিয়ে গিয়েছিলেন। যাতে আটকে দিতে পারেন শটটা। কিন্তু পা হড়কে যায় তাঁর। বাঁ পায়ে চোট পান তিনি। হার্দিককে দেখে বোঝাই গিয়েছিল, তাঁর চোট আশঙ্কা বাড়াতে পারে। যন্ত্রণা ফুটে উঠেছিল চোখে-মুখে। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন ফিজিও। তিনি চিকিৎসা করার পাশাপাশি বাঁ পায়ে টেপও লাগিয়ে দেন। হার্দিক উঠে দাঁড়ানও। কিন্তু তিনি আর বল করতে পারেননি। কিছুক্ষণের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে যান। বাকি তিনতে বল করেন বিরাট কোহলি।
???? Update ????
Hardik Pandya’s injury is being assessed at the moment and he is being taken for scans.
Follow the match ▶️ https://t.co/GpxgVtP2fb#CWC23 | #TeamIndia | #INDvBAN | #MeninBlue pic.twitter.com/wuKl75S1Lu
— BCCI (@BCCI) October 19, 2023
হার্দিক না খেলতে পারলে বাংলাদেশ ম্যাচ তো বটেই অন্য ম্যাচেও চাপে পড়বে ভারত। লোয়ার মিডল অর্ডারে তিনি নির্ভরযোগ্য ব্যাটসম্যান। প্রয়োজনের সময় টিমকে টানতে পারেন। বড় শট নিতে পারেন স্লগে। একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ। ভারতের ভাইস ক্যাপ্টেনও তিনি। তাঁর না থাকা টিমে প্রভাব ফেলবে। স্ক্যান করাতে নিয়ে যাওয়া হার্দিককে। এর অর্থ হল, বাংলাদেশ ম্যাচে ব্যাট হাতে নামার সম্ভাবনা কম। সাকিব আল হাসানরা বরাবরই ভারতের বিরুদ্ধে সেরাটা দিয়ে থাকেন। শুরুতে ভারতের টপ ও মিডল অর্ডার দ্রুত ফিরলে হার্দিকই ভারসার মুখ হবেন ভারতের। তাঁকে পাওয়া যাবে কিনা, তা অবশ্য পরিষ্কার জানা যাচ্ছে না। হার্দিক চোট প্রবণ। এর আগেও চোট পেয়েছেন। কিন্তু গত দু’বছর ফিটনেস মান অনেকটাই বাড়িয়েছেন হার্দিক। টেস্ট ক্রিকেট থেকেও সরে গিয়েছেন, সাদা বলের ক্রিকেটে ফোকাস করার জন্য। ১২ বছর পর ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন সফল করতে পারেন তিনি। সেই হার্দিকের চোট আশঙ্কাই বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের।