কলকাতা: আরও একটা অঘটনের স্বপ্ন দেখছিলেন ক্রিকেট প্রেমীরা। চেন্নাইয়ের পিচ, আফগানিস্তানের স্পিন বোলিং আক্রমণ। সব মিলিয়ে অসম্ভব ছিল না। যদিও আফগানদের ডোবাল ফিল্ডিং। আর সেটাতেই বাজিমাত নিউজিল্যান্ডের। টানা চার ম্যাচে জয়। আফগানিস্তানকে ১৪৯ রানের বিশাল ব্য়বধানে হারিয়ে নেট রান রেটও অনেক ভালো করল নিউজিল্যান্ড। চার ম্যাচ খেলে ৮ পয়েন্টে আপাতত শীর্ষে কিউয়িরাই। যদিও তাদের শীর্ষস্থানের স্থায়িত্ব কতটা, নির্ভর করবে আজ ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ওপর। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচের পর পয়েন্ট টেবলের কী পরিস্থিতি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জয়ের হ্যাটট্রিকের পর শীর্ষস্থানে ছিল ভারত। তবে নিউজিল্যান্ড জেতায় ভারত দু-নম্বরে নেমে গেল। নিউজিল্যান্ড এক ম্যাচ বেশি খেলায় এবং সবকটিতেই জেতায় শীর্ষে। তিন ম্যাচ পর নিউজিল্যান্ডের নেট রান রেট ছিল +১.৬০৪। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর তাদের নেট রান রেট হল +১.৯২৩। ভারত তিন ম্যাচে ৬ পয়েন্ট এবং +১.৮২১ নেট রান রেটে দ্বিতীয় স্থানে রইল। আজ বাংলাদেশের বিরুদ্ধে জিতলে ফের শীর্ষে ওঠার সুযোগ থাকছে ভারতের সামনে। একান্তই অঘটন হলে তিনে নেমে যাওয়ারও সম্ভাবনা থাকছে।
পয়েন্ট টেবলে তৃতীয় স্থানেই রইল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সঙ্গে তাঁদের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে অনেক পিছিয়ে পাকিস্তান। প্রথম দু-ম্যাচ জিতলেও ভারতের কাছে হেরেছেন বাবররা। তিন ম্যাচে ৪ পয়েন্ট এবং -০.১৩৭ নেট রান রেট রয়েছে পাকিস্তানের। এখনও অবধি তিন ম্যাচ খেলে জয়ের স্বাদ না পাওয়া শ্রীলঙ্কা পয়েন্ট টেবলে সবার শেষেই রয়েছে। তবে আফগানিস্তানের হারে লাভ হয়েছে নেদারল্যান্ডসের। নিউজল্যান্ড বনাম আফগান ম্যাচের আগে নেদারল্যান্ডস ছিল নবম স্থানে। আফগানিস্তানের নেট রান রেট কমায় নয় নম্বরে নেমে গেল আফগানিস্তান। ডাচরা অষ্টম স্থানে। আজ বাংলাদেশ হারলে তারাও অনেকটা নেমে যাবে। কতটা নামবে, নির্ভর করবে ব্যবধানের ওপর।