২৭ বছর পর পুনেতে ফিরল বিশ্বকাপের ম্যাচ, নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা…


IND vs BAN, ICC World Cup: ২৭ বছর পর পুনেতে ফিরল বিশ্বকাপের ম্যাচ, নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা…
Image Credit source: PTI

পুনে: পরিসংখ্যান… পারফরম্যান্স… কোনও কিছুই এই বিশ্বকাপে (ICC World Cup) কোনও দলকে এগিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। আজ, বৃহস্পতিবার পুনেতে মুখোমুখি দুই পড়শি দেশ, ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। রোহিত শর্মার ভারত বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে। অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকানোয় ফোকাস বাংলাদেশের। দীর্ঘ ২৭ বছর পর পুনেতে ফিরেছে বিশ্বকাপের ম্যাচ। পুনের গ্যালারিতে নীল জনস্রোত দেখা শুধু সময়ের অপেক্ষা। তবে এই ম্যাচে ওপার বাংলা থেকেও বাংলাদেশের একাধিক সমর্থক নিশ্চিতভাবে হাজির থাকবেন গ্যালারিতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply