ICC World Cup 2023: বাংলাদেশকে দূর্বল ভাবার ভুল মোটেও করছে না ভারত, জানালেন রোহিতদের বোলিং কোচ


পুনে: এ বিশ্বকাপ অঘটনের। বলছেন ক্রিকেট প্রেমীরা। শুরুতে জোড়া অঘটনের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। আজ বৃহস্পতিবার, পুনেতে মুখোমুখি হবে দুই পড়শি দেশ ভারত ও বাংলাদেশ। তবে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলকে নিয়ে বিরাট আত্মবিশ্বাসের সুর শোনা গেল না বিরাটদের বোলিং কোচ পারস মামব্রের গলায়। কী বলছেন তিনি? বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ একটু জমে উঠতেই একের পর এক অঘটন ঘটে চলেছে। প্রথমে ইংল্য়ান্ডকে হারিয়ে দেয় ডাচরা। পরে নিউজিল্যান্ডকে হারায় আফগানরা। তাই এই বিশ্বকাপে কখন যে কী হবে কিছুই বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই কোনও দলকেই দূর্বল মনে করছে না ভারতীয় শিবির। রোহিতদের বোলিং কোচ মামব্রের কথায়, “বিশ্বকাপে প্রতিটি দল চ্যালেঞ্জিং। তাই কোনও দলকে হালকা ভাবে নিলে চলবে না। আমরা আলোচনা করেছি এই ব্য়াপারে। কোনও দলকে হালকাভাবে নেব না আমরা। হারতে হতেই পারে, কিন্তু আমাদের কাছে প্রতিটি ম্যাচ সমান। সব মাঠ সমান নয়। এক এক মাঠে এক এক রকম চ্য়ালেঞ্জ। তাই নেদারল্যান্ডস বা বাংলাদেশ, আমাদের কাছে সব দল সমান।”

বাংলাদেশের বিরুদ্ধে হারার অভিজ্ঞতাও ভারতের রয়েছে। তাই ম্যাচের আগে আত্মবিশ্বাস না বাড়িয়ে ঠান্ডা মাথাতেই ম্যাচ বের করতে চায় রোহিত শর্মার দল। পারস আরও জানান, তাঁদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। তা যদি ফলে যায় তবে বাংলাদেশকে হারিয়ে দিতে পারে ভারত। পারসের সঙ্গে একমত কোহলিও। তাঁকেও বলতে শোনা যায়, বিশ্বকাপে সব দল এখন সমান। ইতিমধ্য়ে জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। যদি আজকের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে পারে ভারত এবং নেট রান রেটের বিষয়টা ঠিক থাকে, তা হলে পয়েন্ট টেবলে নিউজিল্যান্ডকে ছাপিয়ে ফের প্রথম স্থানে চলে যেতে পারে ভারত।

এই খবরটিও পড়ুন

Leave a Reply