পুনে: বিশ্বকাপে একের পর এক সাফল্য ছিনিয়ে নিচ্ছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশকে হারিয়েছে রোহিত শর্মার ভারত। টানা ৪ ম্যাচে জয় পেয়ে সাফল্য়ের ঝুলি ভর্তি বিরাট কোহলিদের। শুধু ম্যাচ জেতাই নয়, একের পর এক রেকর্ডও নিজের নামে করে নিচ্ছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যার ফলে ভারতের ক্রিকেট প্রেমীদের পাশাপাশি বিরাট খুশি তারকা ওপেনার শুভমন গিল। বিশ্বকাপ শুরুর আগে এক পরিকল্পনা করেছিল মেন ইন ব্লু। এই নিয়ে বাংলাদেশ ম্যাচের পর জানালেন গিল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ভাগ্য সঙ্গ দিয়েছে ভারতের। টানা ৪ ম্যাচই জিতেছে মেন ইন ব্লু। বাংলাদেশের বিরুদ্ধে ৫৩ রান করেন ভারতের ওপেনার শুভমন গিল। এরপর মেহেদি হাসানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও, পরের তিন ম্যাচে ১৩১, ৮৬ ও ৪৮ রান করে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীর রেকর্ড নিজের করেছেন রোহিত। ফর্মে রয়েছেন বিরাট কোহলিও। এই প্রসঙ্গে গিলের বক্তব্য, “আপনারা দেখতেই পাচ্ছেন যে, কী দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত-বিরাটরা। কীভাবে দুরন্ত ইনিংস খেলছেন তাঁরা।” বিশ্বকাপের আগে কী পরিকল্পনা করেছিল ভারতীয় দল, তাও ফাঁস করলেন গিল।
বিশ্বকাপ শুরু হওয়ার আগেই প্রতি ম্যাচে বড় রান তোলার পরিকল্পনা করে ফেলেছিল ভারতীয় দল। এই প্রসঙ্গে গিলের বক্তব্য়, “এই বিশ্বকাপে আমরা বড় রানের লক্ষ্য স্থির করেছিলাম।” ডেঙ্গি থেকে সদ্য সেরে উঠেই বাইশ গজে ফিরে ভালো লাগছে তাঁর। এই ব্যাপারে তাঁকে বলতে শোনা যায়, “একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রথমের ম্যাচগুলো মিস করতে হচ্ছে, তা মানতে পারছিলাম না। অবশেষে ফিরলাম। অবশ্যই ভালো লাগছে ফিরে।” মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করতে হয়েছে তাঁকে। ডেঙ্গিতে কয়েক কেজি ওজনও ঝরেছে তাঁর। তবে আবার আগের ফর্মে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন শুভমন।