বেঙ্গালুরুতে রয়েছে পাকিস্তানের সুখ-স্মৃতি, বাবর-শাহিনরা তাতে বাড়তি মাত্রা যোগ করতে পারবেন?Image Credit source: PTI
বেঙ্গালুরু: ভারতে শেষ ২০১৬-র টি-২০ বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। তারপর আর এই দেশে আসেনি গ্রিন আর্মি। এ বার ওডিআই বিশ্বকাপের সুবাদে ভারত সফরে এসেছে বাবর আজমের পাকিস্তান (Pakistan)। নিজামের শহর হায়দরাবাদ গ্রিন আর্মিকে আতিথেয়তায় মুগ্ধ করেছিল। তারপর অবশ্য আমেদাবাদে বাবররা সমর্থন পাননি। এ বার বাবর-রিজওয়ানরা নামবেন বেঙ্গালুরুতে। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। সেই ম্যাচে পাকিস্তান সমর্থন যে পাবে না, এ কথা কারও অজানা ছিল না। আর হয়ও সেটাই। ভারতের কাছে হারের ক্ষত এবং দর্শকদের সমর্থন না পাওয়া নিয়েই বেঙ্গালুরুতে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে পাকিস্তান। বেঙ্গালুরুর (Bengaluru) সঙ্গে পাক ক্রিকেট টিমের এক আলাদা যোগ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) ম্যাচের আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
রোহিত শর্মার ভারতের কাছে হারের ক্ষত এখনও শুকোয়নি বাবর আজমদের। আমেদাবাদের ভারত-পাক ম্যাচের পর গ্রিন আর্মি চলে আসে বেঙ্গালুরুতে। সেখানে গত কয়েকদিন পুরোদমে অনুশীলন করেছেন বাবর-রিজওয়ানরা। এরই মাঝে পাক শিবিরের একাধিক ক্রিকেটার জ্বরে পড়েছিলেন। অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। অজিদের হারিয়ে আবার জয়ের সরণিতে ফিরতে চায় পাকিস্তান। যে মাঠে পাক ক্রিকেটের একাধিক স্মৃতি জড়িয়ে সেখানে কি বাবর-শাদাবরা পারবেন অজিদের হারাতে?
অতীতে বেঙ্গালুরুর দর্শকরা পাকিস্তান টিমকে সমর্থন করেছিল। যেহেতু ভারতের বিরুদ্ধে আজ সেখানে খেলা নয় বাবরদের, তাই প্যাট কামিন্সদের জায়গায় বাবরদের হয়ে দর্শক আসন থেকে উচ্ছ্বসিত মুখ দেখা যেতেই পারে। বেঙ্গালুরু যে কারণে পাক টিমের জন্য বিশেষ — আসলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই পাকিস্তান তাদের প্রথম টেস্ট সিরিজ জিতেছিল। পাক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক তাঁর কেরিয়ারের শততম টেস্ট খেলেছিলেন। এই মাঠেই ২০০৫ সালে টেস্ট সিরিজে ইউনিস খান ২৬৭ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচ ১৬৮ রানে জিতেছিল পাকিস্তান। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন ইউনিস খান। ওই ম্যাচে অবশ্য ডাবল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। এই অতীতের কিছু সুখ-স্মৃতি আজ বাবরদের তাতাবে এই মাঠ থেকে ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য।