ব্যক্তিগত রেকর্ডের উর্ধ্বে দল, কোহলির এই মনোভাব তাঁর সেঞ্চুরি অপূর্ণ রেখে দিত, কিন্তু…


ICC World Cup: ব্যক্তিগত রেকর্ডের উর্ধ্বে দল, কোহলির এই মনোভাব তাঁর সেঞ্চুরি অপূর্ণ রেখে দিত, কিন্তু… Image Credit source: Twitter

পুনে: রানমেশিন, চেজমাস্টার, কিং কোহলি…। পুনের গ্যালারি থেকে বাংলাদেশ ম্যাচে বিরাট… বিরাট… ধ্বনি ছাড়াও এই সকল স্লোগান উঠল। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) এই নিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতল ভারত (India)। বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। অনবদ্য সেঞ্চুরি করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কোহলির সেঞ্চুরি পূর্ণই হত না। তাঁর ব্যক্তিগত রেকর্ডের উর্ধ্বে দল… এই মনোভাবের জন্য। কোহলির যেন শতরান হয়, তাই সিঙ্গল নিতে চাননি রাহুল। তাতে চরম আপত্তি দেখান বিরাট। সেই সময় বিরাট-রাহুলের কী কথোপকথন হয়েছিল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাটের কাছে নিজের রেকর্ডের থেকে বরাবর এগিয়ে দল। তাঁর এই নিঃস্বার্থ মনোভাবের উদাহরণ আরও একবার পাওয়া গেল। বাংলাদেশ ম্যাচের শেষে লোকেশ রাহুল জানান, বিরাটের যাতে সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় তাই তিনি সিঙ্গল নিতে চাননি। তখন কোহলি যা বলেন তা অবাক করে দিয়েছে রাহুলকে। বিরাটের শতরান প্রসঙ্গে রাহুল বলেন, “বিরাট ভাই আসলে সেঞ্চুরির আগে কনফিউজ ছিল। আমি সিঙ্গল নিতে চাইনি। সেই সময় তিনি বলেন, ‘যদি সিঙ্গল না নাও, তা হলে খারাপ দেখাবে। কারণ, তেমনটা হলে লোকে ভাববে আমি ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলছি।’ ওই সময় আমি বলি আমরা নিশ্চিতভাবে জিতব। তুমি সেঞ্চুরিটা পূর্ণ করো। যখন তোমার সামনে একটা মাইলস্টোন গড়ার সুযোগ রয়েছে, সেটা কেন করবে না।”

ওডিআই কেরিয়ারের ৪৮তম শতরানের পর বিরাট বলেন, ‘আমি দলের জয়ে বড় অবদান রাখতে চেয়েছিলাম। বিশ্বকাপে কয়েকটা হাফসেঞ্চুরি করেছি। তা শতরানে পূরণ করতে পারছিলাম না। তাই আমি ওই সময় ম্যাচ শেষ করার কথাই ভাবছিলাম।’ ২০১৫ সালে অ্যাডিলেডে ওডিআই বিশ্বকাপে শেষ শতরান এসেছিল বিরাট কোহলির ব্যাটে। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রান করেছিলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর বিরাট কোহলি মাস্টার ব্লাস্টারের সঙ্গে ব্যবধান কমালেন। ওডিআইতে সচিন তেন্ডুলকরের নামে রয়েছে ৪৯টি শতরান। চলতি বিশ্বকাপেই বিরাটের কাছে সুযোগ থাকছে তা ছাপিয়ে যাওয়ার।



Leave a Reply