ICC World Cup 2023: লঙ্কানদের হারিয়ে অঘটন ঘটাতে তৈরি ডাচরা, এই ম্যাচে হতে পারে যে সকল মাইলস্টোনগুলি…
লখনউ: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে (ICC World Cup 2023) হারের হ্যাটট্রিক করেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে আজ লখনউয়ে ডাচদের বিরুদ্ধে নামবে লঙ্কানরা। এ বারের বিশ্বকাপে ছন্দে থাকা প্রোটিয়াদের হারিয়ে গত ম্যাচে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস (Netherlands)। আজ লঙ্কানদের হারিয়ে ডাচরা চমকে দিলে অবাক হওয়ার থাকবে না। স্কট এডওয়ার্ডের দল তেম্বা বাভুমা-কুইন্টন ডি’ককদের হারিয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পেয়েছে। যে কারণে ডাচ ক্যাপ্টেন জানিয়েছিলেন, এই টুর্নামেন্টে তাঁরা ছাপ রেখে যেতে চান। এই পরিস্থিতিতে হারের হ্যাটট্রিক করা শ্রীলঙ্কার সামনে আজ নেদারল্যান্ডস। একদিকে এই ম্যাচে শ্রীলঙ্কার লক্ষ্য হবে ২ পয়েন্ট পাওয়া। অন্যদিকে ডাচরা চাইবে টুর্নামেন্টে দ্বিতীয় জয়। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এই ম্যাচে দুই দলের ক্রিকেটারররা কোন কোন মাইলস্টোন গড়তে পারেন।
নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —
১. পাথুম নিশঙ্কা – ওডিআইতে ২০০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটার পাথুম নিশঙ্কার প্রয়োজন আর ৯টি চার।
২. চামিকা করুণারত্নে – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য চামিকা করুণারত্নের প্রয়োজন আর ১টি উইকেট।
৩. মহেশ থিকসানা – ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করা থেকে ৫ উইকেট দূরে রয়েছেন শ্রীলঙ্কান বোলার মহেশ থিকসানা।
৪. কাসুন রজিথা – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটার কাসুন রজিথার প্রয়োজন আর ২টি উইকেট।
৫. বাস ডি লিড – নেদারল্যান্ডের ক্রিকেটার ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন থেকে ১৪৮ রান দূরে রয়েছেন।
৬. বিক্রমজিৎ সিং – আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে হলে বিক্রমজিৎ সিংকে করতে হবে আর ৫০ রান।
৭. ওয়েসলি বারেসি – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেদারল্যান্ডসের ক্রিকেটার ওয়েসলি বারেসির ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য চাই আর ৮ রান।