NED vs SL,ENG vs SA, Live Streaming: কখন কোথায় দেখবেন বিশ্বকাপের জোড়া ম্য়াচ?


নয়াদিল্লি: বেশ ভালোই জমে উঠেছে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি সব লড়াইয়ের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। একের পর এক মহাযুদ্ধে নামছে দলগুলি। কেউ হাসছে, কেউ আবার হার থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীর জন্য নিজেরে গড়েপিঠে নিচ্ছেন। শনিবার রয়েছে বড় চমক। বিশ্বকাপের তৃতীয় ডবল হেডার ম্যাচ। প্রথমে মুখোমুখি হবে নেদারল্য়ান্ডস ও শ্রীলঙ্কা। তারপর যুদ্ধে নামবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত তিন ম্যাচে অংশ নিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। যার মধ্যে ১ টি ম্যাচে জয় পেয়েছে ডাচরা। আর শ্রীলঙ্কা এখনও পর্যন্ত সাফল্যের খাতা খুলতে পারেনি। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে সেই চেনা ছন্দে পাওয়া যায়নি এখও পর্যন্ত। তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে জস বাটলাররা। এ বার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে থ্রি লায়ন্সরা। কবে , কোথায়, কীভাবে দেখবেন এই জোড়া ম্যাচ? জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্য়াচগুলি কবে হবে?
নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্য়াচগুলি হবে ২০ অক্টোবর শনিবার।

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড কখন হবে?

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে সকাল ১০.৩০ টায়। অন্য়দিকে দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্য়াচটি শুরু হবে দুপুর ২ টোয়।

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্য়াচগুলির টস কখন হবে?

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচটির টস হবে সকাল ১০ টায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্য়াচগুলি কোথায় হবে?

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচটি হবে হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের ম্য়াচটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা-ইংল্য়ান্ড ম্য়াচগুলি কোথায় দেখা যাবে?

এই দুটি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া আপনি চাইলে ডবল হেডার ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি এই দুটি ম্যাচের প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন TV9 Bangla Live Blog-এ।

Leave a Reply