ওয়াংখেড়েতে দেখা যাবে কি স্টোকসকে? ENG vs SA ম্যাচে যে মাইলস্টোনগুলি গড়তে পারেন রুট-ক্লাসেনরা


ওয়াংখেড়েতে ENG-SA ম্যাচে যে সব মাইলস্টোন গড়তে পারেন স্টোকস-ক্লাসেনরা

মুম্বই: বিশ্বকাপে (ICC World Cup) নিজেদের শেষ ম্যাচে ডাচদের কাছে হেরেছিল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (SA)। আজ ওয়াংখেড়েতে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখে নামছে প্রোটিয়ারা। এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৩ ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে ইংল্যান্ড (ENG)। বাভুমাদের জয় ২ ম্যাচে। ওয়াংখেড়েতে ২ পয়েন্ট তুলে নিতে মরিয়া দুই দলই। এই ম্যাচে ইংল্যান্ড টিমে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তিনি ফিরলে ইংলিশ ব্রিগেড আরও শক্তিশালী হয়ে উঠবে। নিঃসন্দেহে এ কথা বলা যায়। দুটো দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। আজ ওয়াংখেড়েতে তাই বাড়তি নজর রাখতে হবে এই ম্যাচে। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এই ম্যাচে যে সকল মাইলস্টোনগুলি তৈরি হতে পারে।

ওডিআইতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি সাক্ষাৎ ৬৯ রান। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৩০ বার আর দক্ষিণ আফ্রিকা ৩৩ বার। ১টি ম্যাচ টাই এবং ৫টি ম্যাচ অমীমাংসিত। আপাতত ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে জানুন দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

১. এইডেন মার্কব়্যাম – আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছয়ের মাইলস্টোন স্পর্শ করার জন্য প্রয়োজন আর ২টি ছয়। একইসঙ্গে ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য মার্কব়্যামের প্রয়োজন আর ৬টি ছয়।

২. রসি ভ্যান ডার ডুসেন – প্রোটিয়া তারকা রসি ভ্যান ডার ডুসেনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য চাই আর ১২ রান।

৩. হেনরিখ ক্লাসেন – দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ছক্কার হাফসেঞ্চুরি থেকে ৬টি ছয়ের দূরত্বে রয়েছেন।

৪. জো রুট – ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট ওডিআইতে ৫০টি ছয়ের মাইলস্টোন পূর্ণ করা থেকে ১টি ছয় দূরে রয়েছেন।

৫. জস বাটলার – ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করা থেকে ১০৫ রান দূরে রয়েছেন। ওডিআইতে ৪০০টি চারের মাইলস্টোন ছুঁতে বাটলারের প্রয়োজন আর ৪টি চার।

৬. বেন স্টোকস – ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে দেখা যাতে পারে। স্টোকস ১০ হাজার আন্তর্জাতিক রান থেকে ১৩৯ রান দূরে রয়েছেন। এ ছাড়া ওডিআইতে ছয়ের সেঞ্চুরি পূর্ণ করার জন্য বেন স্টোকসের আর প্রয়োজন ২টি ছয়। ওডিআইতে ৫০তম ক্যাচ থেকে এক কদম দূরে রয়েছেন স্টোকস।

Leave a Reply