টানা চার ম্যাচ জয়, ভারতীয় টিমের সাফল্যের রহস্য ফাঁস করে দিলেন কুলদীপ!


ICC World Cup 2023: টানা চার ম্যাচ জয়, ভারতীয় টিমের সাফল্যের রহস্য ফাঁস করে দিলেন কুলদীপ!

ধরমশালা: দুরন্ত ছন্দে জসপ্রীত বুমরা। প্রয়োজন মতো টিমকে এনে দিচ্ছেন সাফল্য। মাঝের ওভারগুলো, যখন প্রতিপক্ষ টিম নিজেদের গুছিয়ে নেওয়ার কাজ সারার চেষ্টা করছে, স্কোরবোর্ডে বড় রানের টার্গেট দেওয়ার স্বপ্ন দেখছে, তখনই আঘাত হানছেন বুমরা। তাঁকে যোগ্য সঙ্গত করছেন মহম্মদ সিরাজ। বৈচিত্র, গতি, মাপা লাইন ও লেন্থেই বিপর্যস্ত হচ্ছে বিপক্ষ টিম। আবার ব্যাট হাতে টিমকে জয়ের রাস্তা দেখাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় টিমের এই ভারসাম্যই বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে। কুলদীপ যাদবের মতো স্পিনার কিন্তু বলে দিচ্ছেন, বুমরা-সিরাজ এবং রোহিত-বিরাট জুটিই টিমের বাকিদের কাজটা সহজ করে দিচ্ছে। কী বলছেন চায়নাম্যান স্পিনার? TV9Bangla Sports এ বিস্তারিত।

বিশ্বকাপে ১০টা উইকেট ঝুলিতে পুরে ফেলেছেন বুমরা। চার ম্যাচে ৭টা উইকেট তুলেছেন সিরাজ। হার্দিক পান্ডিয়ারও রয়েছে ৭টা উইকেট। ভারতীয় পেস ইউনিটের এই ফর্মই চাপে রাখছে বিপক্ষকে। বিশেষ করে ভারতের মাটিতে পেসার কিংবা সিমারদের বিরাট কিছু করার থাকে না। সেখানেও বুমরা-সিরাজরা ফুল ফোটাচ্ছেন। আইসিসিকে দেওয়া এক ইন্টারভিউতে কুলদীপ বলেছেন, ‘প্রথম পাওয়ার প্লে-তে চমৎকার শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। সেই কাজটা দারুণ ভাবে প্রতি ম্যাচে করে যাচ্ছে বুমরা আর সিরাজ। শুধু যে টিমকে ওরা উইকেট দিচ্ছে তাই নয়, একই সঙ্গে বিপক্ষের রানের খাতাও খুব বেশি সচল থাকছে না। আমি আর জাডেজা বল করতে আসার আগে বাড়তি সুবিধে পেয়ে যাচ্ছি। শুধু বাংলাদেশ শুরুর পাওয়ার প্লে-টা ভালো করেছে।’

ভারতীয় পেসারদের মতোই জাডেজা-কুলদীপের স্পিন জুটি দুরন্ত ফর্মে রয়েছে। মাঝের ওভারগুলোতে কোনও ভাবেই পাল্টা চাপ তৈরি করতে পারছে না প্রতিপক্ষ এই দু’জনের জন্য। জাডেজা বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট। ওভার প্রতি দিয়েছেন মাত্র ৩.৭৫ রান। কুলদীপের ঝুলিতে ৬ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৪.১ রান। টাইট বোলিংই যে তাঁদের সাফল্যের মন্ত্র, বিশ্লেষকরাও মেনে নিচ্ছেন। কুলদীপ বলছেন, ‘আমি আর জাডেজা ভাই একটা সহজ জিনিস ফলো করছি। মাপা লেন্থে যাতে বল রাখতে পারি। সেই কারণেই উইকেট মিলছে। প্রতিটা ম্যাচে সহজ জিনিসটা করে যাওয়া কিন্তু সহজ নয়। আমরা সেটাতেই ফোকাস করছি। মাঝের ওভারগুলোতে বল করতে এসে যদি দ্রুত উইকেট মেলে, তা হলে কিন্তু আত্মবিশ্বাস দারুণ বেড়ে যায়। আমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে।’

Leave a Reply