নয়াদিল্লি: এ বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অঘটনের! শুরু থেকেই আঁচ পেয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। কারও ভাগ্য সঙ্গ দিচ্ছে, তো কারও আবার একেবারেই নয়। ঠিক তেমনই এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের (England) ভাগ্যটা শুরু থেকেই খারাপ। আফগানিস্তানের কাছে হেরে শুরুতেই প্রথম অঘটন ঘটিয়ে ফেলেছিল ইংল্যান্ড। আর এ বার দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক ভাবে হারতে হল বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই চেনা ছন্দে এখনও পর্যন্ত পাওয়া যায়নি ইংল্যান্ডকে । প্রোটিয়াদের কাছে ২২৯ ব্যবধানে হারবে ইংল্যান্ড, এটা হয়তো প্রত্যাশা করেননি কেউ। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে কবে এই ধরনের বিপর্যয় এসেছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওডিআই ফরম্যাটে ইংল্যান্ডের বিপর্যয়:
ওডিআই ফরম্যাটে ২২৯ রানের ব্যবধানে হারই এখনও পর্যন্ত ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। ২০২২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ২২১ রানে হেরেছিল বেন স্টোকসরা। ২০২৮ সালে কলোম্বোতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ২১৯ রানে লঙ্কানদের কাছে হারে থ্রি লায়ন্সরা। ১৯৯৪-এ কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬৫ রানের ব্যবধানে হেরেছিলেন জস বাটলারের দল। এ ছাড়া বড় রানের ব্যবধানে ওডিআইতে হার ১৯৯ সালে। মেলবোর্নে সে বার অজিদের কাছে ১৬২ রানে হেরেছিল ইংল্যান্ড।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপর্যয়:
বিশ্বকাপের ইতিহাসেও দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হারই ইংল্য়ান্ডের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়। ১৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ১১২ রানে হেরেছিল থ্রি লায়ন্সরা। ফের ২০১৫ সালে মেলবোর্নের মাটিতেই ১১১ রানের ব্যবধানে বাটলার বাহিনীকে পরাস্ত করে অস্ট্রেলিয়া। ১৯৭৯ বিশ্বকাপেও অঘটন ঘটেছিল ইংল্যান্ডের। লর্ডসের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হারে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছেও হেরেছে ইংল্যান্ড, তাও খুব একটা কম রানের ব্যবধানে নয়। ২০০৩ বিশ্বকাপে ডারবানে টিম ইন্ডিয়ার কাছে ৮২ রানে হেরেছিল ইংল্যান্ড।