ICC World Cup 2023: চেন্নাইতে পাক-আফগানদের জয়ে ফেরার লড়াই, যে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রিজওয়ান-মুজিবরাImage Credit source: PTI
চেন্নাই: ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুটা দারুণ করেছিল বাবর আজমের পাকিস্তান। তারপর জোড়া ম্যাচ হেরেছে গ্রিন আর্মি। প্রথমে ভারত তারপর অস্ট্রেলিয়ার কাছে হেরে বাবর-শাহিনদের চিন্তা বেড়েছে। এ বার চেন্নাইয়ে গ্রিন আর্মির সামনে রয়েছে আফগানরা। নিউজিল্যান্ডের কাছে নিজেদের শেষ ম্যাচে বিরাট ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। এ বার দেখার সেই ভেনুতেই পাকিস্তানের বিরুদ্ধে কোন পরিকল্পনা কাজে লাগিয়ে খেলে আফগানরা। আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে রয়েছে পাকিস্তান আর ১০ নম্বরে আফগানিস্তান। বাবরদের পয়েন্ট ৪। হসমতউল্লাহদের পয়েন্ট ২। চেন্নাইয়ে পাকিস্তান ও আফগানিস্তান (PAK vs NZ) মুখোমুখি হওয়ার আগে এক ঝলকে দেখে নিন দুই দলের ক্রিকেটাররা কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওডিআইতে পাকিস্তান এবং আফগানিস্তান ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭ বারই জিতেছে পাকিস্তান। এই পরিসংখ্যান বদলানোর জন্যই আজ মাঠে নামবেন আফগানরা। আপাতত জেনে নিন আজ, সোমবার বিশ্বকাপে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে কোন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা —
- বাবর আজম – ওডিআইতে ৫০০টি চারের রেকর্ড গড়ার জন্য বাবর আজমের প্রয়োজন আর ১টি উইকেট। এবং ওডিআইতে ৫০টি ক্যাচের মাইলফলক স্পর্শ করার জন্য বাবর আজমের প্রয়োজন আর ২টি ক্যাচ।
- মহম্মদ রিজওয়ান – চলতি বছরে ওডিআইতে দুরন্ত পারফর্ম করছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। এ বছর ওডিআইতে ১ হাজার রান পূর্ণ করার জন্য মহম্মদ রিজওয়ানের প্রয়োজন আর ৭৮ রান।
- শাহিন শাহ আফ্রিদি – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে পাক তারকা বোলার শাহিন শাহ আফ্রিদিকে নিতে হবে আর ৫টি উইকেট।
- হাসান আলি – ওডিআইতে ১০০টি উইকেটের রেকর্ড গড়তে হলে পাক তারকা ক্রিকেটার হাসান আলিকে নিতে হবে আর ২টি উইকেট।
- মহম্মদ নবি – ওডিআইতে ১০০টি ছক্কার রেকর্ড গড়তে হলে মহম্মদ নবিকে মারতে হবে আর ২টি ছয়।
- মুজিব উর রহমান – আফগানিস্তানের তারকা বোলার মুজিব উর রহমান আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার সামনে রয়েছেন। তার জন্য মুজিবকে নিতে হবে আর ৩টি উইকেট।
- ইব্রাহিম জাদরান – ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন গড়তে হল আর ৩ রান তুলতে হবে আফগানিস্তানের ক্রিকেটার ইব্রাহিম জাদরানকে। ওডিআইতে এখনও এবধি ২৩টি ইনিংসে ৯৯৭ রান করেছেন ইব্রাহিম।