বোর্ড, আইসিসির শ্রদ্ধা; বেদীর প্রয়াণে ক্রিকেটাররা যা বলছেন…


ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত বিষেণ সিং বেদী। বিশ্ব ক্রিকেটেও শোকের ছায়া। ভারতের কিংবদন্তি স্পিনারকে নিয়ে শোকবার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও শোকবার্তা দেওয়া হয়েছে। বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। উঠে আসছে নানা তথ্য। বিরাট কোহলি, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগের মতো প্রাক্তনদের পাশাপাশি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার বেদীকে নিয়ে শোকবার্তা দিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কিংবদন্তি বিষেণ সিং বেদী প্রসঙ্গে রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একজন মহান ক্রিকেটার অনশ্যই। তবে তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বও। তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে যে কোনও পথ পেরোতেন।’ ভারতের বিশ্বজয়ী টিমের সদস্য গৌতম গম্ভীর লেখেন, ‘বিষেণ সিং বেদীজির প্রয়াণে খুবই দুঃখিত। ক্রিকেটে তাঁর অবদান আজীবন মনে থাকবে। তাঁর পরিবার এবং স্বজনদের সমবেদনা রইল।’

ভারতীয় স্পিন বোলিংয়ের কাণ্ডারীকে নিয়ে দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও শোকবার্তা দিয়েছেন। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান লিখছেন, ‘ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা। বিষেণ সিং বেদী আর আমাদের মধ্যে নেই। ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি।’ উইকেট কিপার তথা ধারাভাষ্যকার দীনেশ কার্তিকও বেদী সম্পর্কে লিখেছেন, ভারতীয় ক্রিকেটের বিশাল ক্ষতি।

‘সর্দার অব স্পিন’ বিষেণ সিং বেদীকে নিয়ে প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ লিখছেন, ‘বিষেণ সিং বেদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতের সেরা বোলারদের তালিকায় আজীবন থাকবেন।’ ভারতের ওপেনার শিখর ধাওয়ান বেদী সম্পর্কে লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে মিস করব।’



Leave a Reply