বিরাট কোহলি গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি
চেন্নাই: আনন্দে মাতোয়ারা গোটা দেশ। টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া। আর বাঙালির জন্য অষ্টমীর দিনটা যেন আরও একটু স্পেশাল করে তুললেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অষ্টমীর ভোগ খেতে-খেতে ভারতের ম্যাচ দেখা, আর দিনের শেষে কিউয়িদের বিরুদ্ধে অনবদ্য জয় ভারতের, আর কী চাই বাঙালির? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছেন চেজমাস্টার কোহলি। এ বার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কোহলির তুলনা করে ফেললেন গৌতম গম্ভীর। বিরাটের সবচেয়ে বড় সমালোচক কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
স্বপ্নের ফর্মে রয়েছেন কিং কোহলি। বিশ্বকাপে প্রতি ম্যাচেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দিকে-দিকে এখন তাই কোহলি রব। এর মাঝে ভারতীয় তারকা গম্ভীরের মুখে শোনা গেল কোহলির প্রশংসা। যা বেশ অবাক করছে ক্রিকেট প্রেমীদের। কারণ কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্কের সমীকরণ খুব একটা ভালো নয়। অতীতে একাধিক বার ঝামেলায় জড়িয়েছেন তাঁরা। গত আইপিএলে ম্যাচ চলাকালীন আফগান পেসার নবীন উল হকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলির। কোহলি-নবীনের ঝামেলার মাঝে ঢুকে পড়েন গম্ভীরও। একটা ঠান্ডা লড়াই আজীবন ছিল কোহলি-গম্ভীরের মাঝে। কিন্তু এ সব এখন অতীত। পুরনো সব ঝামেলা ভুলে কোহলি বন্দনায় সামিল ২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক গৌতম গম্ভীর। চলতি বিশ্বকাপের মাঝে এর আগেও তাঁর মুখে শোনা গিয়েছিল কোহলির প্রশংসা। আর এ বার বললেন, “কোহলির মতো ভালো ফিনিশার আর হয় না। সে কখন মাঠে নামছে সেটা বড় কথা নয়, যে ভাবে রান তাড়া করে দলকে জেতায় সেটাই বড় কথা। ও একজন যোগ্য চেজমাস্টার।”
যে আত্মবিশ্বাসের সঙ্গে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন কোহলি, তাতে তিনি ধোনির থেকেও এগিয়ে বলেই মনে করেন গম্ভীর। ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ এসেছিল ভারতে। তার ঠিক ১২ বছর পর সেই ছন্দে রয়েছে রোহিত শর্মার ভারত। আর এই সাফল্যের জন্য কোহলির অবদানকে সাধুবাদ জানান গম্ভীর।