চেন্নাই: বাইশ গজে ব্যাট-বলের ধার নিয়ে চর্চা হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। ফিল্ডিংকে সমান গুরুত্ব দিয়ে ম্য়াচ শেষে সেরা ফিল্ডারকে সোনার পদক দেওয়ার রীতি চালু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিবার, ২২ অক্টোবর ধরমশালায় কিউয়িদের হারিয়েছে ভারত (India)। এ দিনও নিয়ম মেনে ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের হাতে পুরস্কার তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে এ বার সেরা ফিল্ডারের পদকটি বিরাট কোহলির (Virat Kohli) হাত ফসকে উঠেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতে। অভিনব কায়দায় শ্রেয়সের হাতে উঠল পদক। হুল্লোড়ে মাতলেন কোহলি-জাডেজারা। কী সেই অভিনব উপায়? বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এই খবরটিও পড়ুন
রবিবার সিরাজ-বিরাটদের জন্য ছিল বড় চমক। নিয়ম মেনে ড্রেসিং রুমে সেরাদের নাম ঘোষণা করেন বিরাটদের বোলিং কোচ টি দিলীপ। সংক্ষিপ্ত ভাসনে সিরাজ, বিরাট শ্রেয়সের প্রশংসা করেন তিনি। কখনও জায়েন্ট স্ক্রিন, কখনও আবার টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে বিজয়ীর নাম। এরপরই পুরস্কার কে জিতলেন তা জানানোর জন্য ড্রেসিং রুমের বাইরে আসতে বলা হয় মেন ইন ব্লুদের। কোচের কথা মতো দরজা খুলে বাইরে আসতেই বড় চমক। স্পাই ক্যামেরা চড়ে শ্রেয়সের দিকে এগিয়ে আসে শ্রেয়সের ছবি।
Last time we revealed our “Best fielder winner” on the giant screen ????????
Our “Spidey sense” says this time we’ve taken it to new “heights” ????
Presenting the much awaited Dressing room Medal ceremony from Dharamshala ????️ – By @28anand#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ
— BCCI (@BCCI) October 23, 2023
শ্রেয়সের গলায় পদক পরিয়ে দেন জাডেজা, বিরাটরা। এর আগে এই পুরস্কার উঠেছিল বিরাট, জাডেজা, রাহুলদের হাতে। এ বার ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে এই পদক জিতে নিয়েছেন শ্রেয়স। তাঁর গলায় পদক ঝুলতেই সেলিব্রেশনে মাতেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। টানা পাঁচ ম্য়াচ জিতে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া। পরবর্তী ম্য়াচ