ICC World Cup 2023: কোহলিকে টপকালেন ডি’কক, ম্যাচের সেরা হয়ে বললেন, ‘আমি একটু নার্ভাস ছিলাম’
Image Credit source: Twitter
মুম্বই: বিশ্বকাপের (ICC World Cup 2023) পরই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটকে অবসর জানানোর কথা কুইন্টন ডি’ককের (Quinton De Kock)। তার আগে জ্বলে উঠল ডি’ককের ব্যাট। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে এই নিয়ে তিনটি শতরান করলেন ডি’কক। তিনি একদিনের বিশ্বকাপে এক মরসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা প্রোটিয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন। ডি’কক টপকে গিয়েছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্সকে। পাশাপাশি চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রকারী ব্যাটারদের তালিকায় ডি’কক টপকালেন বিরাট কোহলিকে (Virat Kohli)। ১৭৪ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন ডি’কক। ম্যাচের সেরা হয়ে ডি’কক বললেন, ‘আমি একটু নার্ভাস ছিলাম।’ বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডি’কক বলেন, ‘আমি আজ সকালে কিছুটা নার্ভাস ছিলাম। সাধারণত আমি নার্ভাস হই না। কিন্তু কোনও কারণ বশত আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। পলি (শন পোলক) এসে আমাদের উদ্বুদ্ধ করেছিল। সব মিলিয়ে একটা দুর্দান্ত দিন কাটিয়েছি। বেশ মজা করেছি। সত্যি বলতে গেলে আমি সন্তুষ্ট হওয়ার থেকে কিছুটা বেশি ক্লান্ত।’ নিজের অনবদ্য ইনিংসের পর ডি’ককের গলায় শোনা গিয়েছে দলের সকলের অবদানের কথা। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সকলে খুব ভালো খেলেছি। এবং প্রত্যেকে নিজেদের দায়িত্ব ভালো ভাবে পালন করেছে। আরও ২ পয়েন্ট পেয়ে দারুণ লাগছে।’
প্রোটিয়াদের ইনিংসে জোড়া সেঞ্চুরি হত। মাত্র ১০ রানের জন্য শতরান হাতছাড়া করেন হেনরিখ ক্লাসেন। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে ডি’কক সতীর্থ ক্লাসেনকে নিয়ে বলেন, ‘ও সত্যিই অসাধারণ। ও বিশেষ। শুধু আমাদের জন্য নয়। বিশ্বের সকলের জন্যই ও বিরাট স্পেশাল। ও একেবারে ঝড় তুলে দিয়েছিল। ওর জন্য ভীষণ ভালো লাগছে।’